AFG vs BAN: ঘনজাফরের ঘূর্ণিতে ঘায়েল বাংলাদেশ, ঐতিহাসিক ম্যাচে লজ্জার হার আফগানিস্তানের কাছে
AFG vs BAN 1st ODI Highlights: প্রথমে ব্যাট করে আফগানিস্তান দল নির্ধারিত ৫০ ওভার ব্যাটিং করতে পারেনি। ৪৯.৪ বলে করে ২৩৫ রান করে অল আউট হয়ে যায় বাংলাদেশ।
শারজা: ক্রিকেট বিশ্বের অন্যতম ইতিহাস প্রসিদ্ধ মাঠ। সেই শারজা স্টেডিয়ামের ঐতিহাসিক ৩০০তম ম্যাচে লজ্জার কালি ছেটাল বাংলাদেশ ক্রিকেট দলের গায়ে।
আফগানিস্তানের বিরুদ্ধে (AFG vs BAN) সিরিজের প্রথম ওয়ান ডে ম্যাচে দাঁড়াতেই পারল না বাংলাদেশ। একপেশেভাবে ম্যাচ হারল। ২৩৬ রান তাড়া করতে নেমে ৯২ রান দূরেই আটকে গেল বাংলাদেশের ইনিংস। একাই ছয় উইকেট নিয়ে বাংলাদেশ ব্যাটিংতে তুবড়ে দিলেন আফগানিস্তানের স্পিনার আলি ঘনজাফর। তাস্কিন আমেদ, মুস্তাফিজুর রহমানদের লড়াই বিফলে গেল।
ঐতিহাসিক শারজা স্টেডিয়ামের ঐতিহাসিক ৩০০তম ম্যাচে লজ্জার হার বাংলাদেশের। ৯২ রানে বিশাল ব্যবধানে বাংলাদেশকে হারাল আফগানিস্তান। একাই ছয় উইকেট নিলেন আফগান স্পিনার আলি ঘনজাফর। তাসকিন, মুস্তাফিজুরদের লড়াই বিফলে গেল। ম্যাচের সেরা নির্বাচিত হয়েছেন এএম গজনফর। তিনি ছয় উইকেট নিয়েছেন মাত্র ২৬ রান খরচ করে।
প্রথমে ব্যাট করে আফগানিস্তান দল নির্ধারিত ৫০ ওভার ব্যাটিং করতে পারেনি। ৪৯.৪ বলে করে ২৩৫ রান করে অল আউট হয়ে যায় বাংলাদেশ। টপ অর্ডারের প্রথম তিন ব্যাটার তেমন বড় রান না পেলেও এরপর খেলা ধরে নেন অধিনায়ক হাসমাতউল্লাহ শাহিদি। তিনি করেন ৯২ বলে ৫২ রান। তাঁর ধীরস্থির ইনিংসের কাছে প্রতিহত হয় বাংলাদেশের বোলারদের সমস্ত প্রতিরোধ।
রান তাড়া করতে নমে আফগানিস্তানের হাল ধরেন অভিজ্ঞ অলরাউন্ডার মহম্মদ নবি। তিনি ৭৯ নবে ৮৪ রান করেন। মারেন তিনটি ছয় এবং চারটি চার। গুলবাদিন নইব করেন ২২ রান। নাঙ্গেয়ালিয়া খারাটেও করেন ২৭ রান। সেই সুবাদেই দলের স্কোর ভদ্রস্থ ২৩৫ রানে পৌঁছায়।
দেখে মনে হয়েছিল এই রান বাংলাদেশ তুলে নেবে সহজে। কিন্তু কাজটা অতটাও সহজ হল না বাংলাদেশের কাছে। ব্যাট করতে নেমে মাত্র ১৪৩ রানেই অল আউট হয়ে যায় বাংলাদেশ। ঘনজাফরের মাপা লাইন-লেংথের সামনে বাংলাদেশের ব্যাটাররা নাকানিচোবানি খান। কেউই সেভাবে মাথা তুলে দাঁড়াতে পারেননি। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ৪৭ রান করেন। এছাড়া সৌম্য সরকার ৩৩ রান করেন। মেহেদি হাসান মিরাজ ২৮ রান করেন। বাকিরা কেউই তেমন রান পাননি।
রশিদ খান ব্যাট হাতে সেভাবে কিছু করতে না পারলেও বল হাতে ছাপ ফেলেন। ঘনজাফরের মতোই তিনিও অন্য প্রান্ত থেকে চাপে রাখলেন বাংলাদেশ ব্যাটারদের। আফগানিস্তান ম্যাচ জিতল ৯২ রানে।
আরও পড়ুন: দেশের মাটিতে রোহিত-কোহলিদের বিপর্যয়ের নেপথ্যে হুগলির এক বাঙালি!
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।