Rohit Sharma Captaincy: টেস্টে ধারাবাহিক ব্যর্থ, তবুও ইংল্যান্ড সিরিজে রোহিতের ক্যাপ্টেন্সিতেই ভরসা আগরকর কমিটির
IND vs ENG: টি-টোয়ন্টি বিশ্বকাপ ও চ্যাম্পিয়ন্স ট্রফি জিতলেও আদৌ রোহিতকে টেস্ট ফর্ম্য়াটে আর অধিনায়ক রাখা হব কি না, তা নিয়ে বারবার প্রশ্ন উঠছিল।

মুম্বই: ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিন ম্য়াচের সিরিজে হোয়াইটওয়াশ। এরপর অস্ট্রেলিয়াকে গিয়ে ১-৪ ব্যবধানে হার। রোহিত শর্মার নেতৃত্বে টেস্ট সিরিজে গত কয়েকটি সিরিজে একেবারেই ভাল পারফর্ম করতে পারেনি ভারতীয় ক্রিকেট দল। টি-টোয়ন্টি বিশ্বকাপ ও চ্যাম্পিয়ন্স ট্রফি জিতলেও আদৌ রোহিতকে টেস্ট ফর্ম্য়াটে আর অধিনায়ক রাখা হব কি না, তা নিয়ে বারবার প্রশ্ন উঠছিল। তবে অজিত আগরকরের নেতৃত্বাধীন বিসিসিসিআইয়ের নির্বাচকমণ্ডলী আগামী ইংল্যান্ড সিরিজেও রোহিতের ওপরই ভরসা রাখছে। আগামী ২০ জুন থেকে শুরু হতে চলেছে ভারত-ইংল্যান্ড পাঁচ ম্য়াচের টেস্ট সিরিজ। সেই সিরিজেই রোহিতই ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন।
২০০৭ সালে শেষবার ইংল্যান্ডের মাটিতে টেস্ট সিরিজে জিতেছিল ভারতীয় দল। রাহুল দ্রাবিড়ের নেতৃত্বে সেবার তিন ম্য়াচের সিরিজে ১-০ ব্যবধানে জিতে ফিরেছিল টিম ইন্ডিয়া। এরপর থেকে গত ১৮ বছরে আর একবারও ব্রিটিশ ভূমিতে টেস্ট সিরিজে জিততে পারেনি ভারত। এবার সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই ইংল্যান্ডে পা রাখতে চলেছে ভারতীয় দল। বিসিসিআই সূত্রে খবর, চলতি আইপিএলের শেষ সপ্তাহেই ইংল্যান্ড সিরিজের জন্য ভারতীয় দল ঘোষণা করা হতে পারে। ভারতীয় এ দলও ঘোষণা করা হবে।
এদিকে, ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের তরফে জানিয়ে দেওয়া হয় যে ভারতীয় দল সিরিজ় শুরুর আগে দুইটি অনুশীলন ম্যাচ খেলবে। বিবৃতিতে জানানো হয়, '৩০ মে ক্যান্টারবেরির সেন্ট লরেন্সের স্পিটফায়ার মাঠে প্রথম চারদিনের অনুশীলন ম্যাচ খেলা হবে। দ্বিতীয় ম্য়াচটি নর্দ্যাম্পটনের কাউন্ডি মাঠে এক সপ্তাহ পর ৬ জুন থেকে শুরু হবে।'
এই অনুশীলন ম্যাচগুলিতেই বিরাট কোহলিদের খেলার সম্ভাবনা রয়েছে। শোনা যাচ্ছে কোহলিদের পাশাপাসি বিলেতের বিমানে করুণ নায়ারকেও দেখা যেতে পারে। ঘরোয়া ক্রিকেটে করুণ নায়ার ব্যাট হাতে কার্যত আগুনে ফর্মে ছিলেন করুণ। রঞ্জি ট্রফিতে ৫৪-র গড়ে ৮৬৩ রান এসেছিল তাঁর ব্যাট থেকে। তাঁর ব্যাটে ভর করেই তো বিদর্ভ রঞ্জি চ্যাম্পিয়ন হয়। তাই তাঁকে হয়তো সেই ঐতিহাসিক ট্রিপল হান্ড্রেডের পর ফের একবার সুযোগ দেবেন ভারতীয় নির্বাচকরা। অন্তত রিপোর্টে এমনটাই দাবি করা হচ্ছে।
তবে ভারতীয় 'এ' দল ঘোষণা হতে এখনও অনেকটাই সময় বাকি রয়েছে। আইপিএলের নক আউটের আশেপাশে অনুশীলন ম্যাচের জন্য দল ঘোষণা করা হবে বলে খবর। এক সূত্র পিটিআইকে জানান, 'দল ঘোষণার জন্য তো অনেক সময় রয়েছে। নক আউটের আগে বা তার ঠিক পরপরই দলের ঘোষণা করা হবে। সেই সময়ই বোঝা যাবে কোন কোন খেলোয়াড়রা এই ম্যাচগুলিতে অংশগ্রহণ করবেন, কারা উপলব্ধ রয়েছেন।'
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
