Rishi Sunak: মুম্বইয়ে ঋষি সুনক, ইংল্যান্ডের প্রাক্তন প্রধানমন্ত্রী টেনিস বলে খেললেন ক্রিকেট
Former UK PM Rishi Sunak: তিনি যখন ভারত সফরে এসেছেন, তখন ভারতীয় দলের বিরুদ্ধে টি-২০ সিরিজে জোর টক্কর চলছে ইংল্যান্ডের। তিনি, ঋষি সুনক (rishi sunak)। ইংল্যান্ডের প্রাক্তন প্রধানমন্ত্রী।

মুম্বই: তিনি যখন ভারত সফরে এসেছেন, তখন ভারতীয় দলের বিরুদ্ধে টি-২০ সিরিজে জোর টক্কর চলছে ইংল্যান্ডের। তিনি, ঋষি সুনক (rishi sunak)। ইংল্যান্ডের প্রাক্তন প্রধানমন্ত্রী।
ভারতে এসেছেন জয়পুরে সাহিত্য সভায় যোগ দিতে। জয়পুরের এই সাহিত্যসভায় যোগ দিতে এসেছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়, এসথার ডুফ্লো। অভিনেতা অমল পালেকর, কবি ও সুরকার জাভেদ আখতারের মতো নামীরাও যোগ দিয়েছেন সাহিত্যসভায়। সেখানেই শনিবার সপরিবার উপস্থিত হয়েছিলেন ব্রিটেনের প্রাক্তন প্রধানমন্ত্রী ঋষি সুনক।
আরও পড়ুন: রোহিতের পাড়ায় অন্য শর্মাজির ব্যাটে ধুন্ধুমার, অল্পের জন্য বাঁচল হিটম্যানের রেকর্ড
তবে রবিবার তাঁকে দেখা গেল বাণিজ্যনগরী মুম্বইয়ে। রবিবারই যে শহরে ভারতের বিরুদ্ধে টি-২০ ম্যাচ খেলছে ইংল্যান্ড। আর মুম্বইয়ে পৌঁছে নিজেকে ক্রিকেট থেকে দূরে সরিয়ে রাখতে পারলেন না সুনক। টেনিস বলে ক্রিকেট খেলতে শুরু করে দিলেন।
No trip to Mumbai would be complete without a game of tennis ball cricket. pic.twitter.com/UNe6d96AFE
— Rishi Sunak (@RishiSunak) February 2, 2025
সেই ছবি নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন ঋষি সুনক। সঙ্গে ক্যাপশনে লিখেছেন, 'মুম্বই সফরই বৃথা যদি না টেনিস বলে ক্রিকেট ম্যাচ খেলি ।'
পার্সি জিমখানা ক্লাবের বার্ষিকী অনুষ্ঠান উপলক্ষ্যে মুম্বইয়ে গিয়েছেন ঋষি সুনক। সেখানেই ক্রিকেট খেলতে দেখা যায় তাঁকে। তিনি সাংবাদিকদের বলেন, 'পার্সি জিমখানা ক্লাবের বর্ষপূরণ উৎসবে আপনাদের সকলের সঙ্গে থাকতে পারছি ভেবে খুব খুশি। দারুণ কৃতিত্ব এই ক্লাবের। কত ইতিহাস লুকিয়ে রয়েছে এই ক্লাবে। আরও কত উত্তেজক ঘটনা ঘটতে চলেছে এই ক্লাবকে কেন্দ্র করে।' সঙ্গে মজা করে বলেছেন, 'আমি ক্রিকেট খেলার সময় চেষ্টা করছিলাম বেশি আউট না হতে।'
ইংল্যান্ডের প্রাক্তন প্রধানমন্ত্রী ঋষি সুনক সম্প্রতি অন্য এক ভূমিকাতেও অবতীর্ণ হয়েছেন। অক্সফোর্ড বিশ্ববিদ্য়ালয়ে ও আমেরিকার স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে নতুন শিক্ষামূলক দায়িত্ব নিয়েছেন। দিন কয়েক আগেই অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে ঘোষণা করা হয়েছে যে, অক্সফোর্ডের ব্লাভাটনিক স্কুল অফ গভর্নমেন্টে ওয়ার্ল্ড লিডার্স সার্কেলে নিযুক্ত হয়েছেন ৪৪ বছর বয়সী ঋষি সুনক। তিনি সেখানে ট্রান্স আটলান্টিক রিলেশনস, ইকোনমিক পলিসি, প্রযুক্তি, গ্লোবাল সিকিউরিটির নানা দিক নিয়ে কাজ করবেন।
আরও পড়ুন: ধোনিকে না দেখে ব্যাট করতে নেমে ম্যাচের সেরা! ঋদ্ধিমানের অজানা গল্প শোনালেন স্ত্রী রোমি
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
