Eden Gardens: ৬ বছর পর টেস্ট ম্যাচ হবে ইডেনে? বোর্ডের বৈঠকে বিরাট সিদ্ধান্ত, খুশির হাওয়া ময়দানে
BCCI APEX Council Meeting: শনিবার কলকাতার একদিকে যখন আইপিএলের উদ্বোধন (IPL Opening) ঘিরে সিএবি-তে তোড়জোড় চলছে, তখন আর এক দিকে ভারতীয় ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে বেশ গুরুত্বপূর্ণ বৈঠক হয়ে গেল।

কলকাতা: শনিবার কলকাতার একদিকে যখন আইপিএলের উদ্বোধন (IPL Opening) ঘিরে সিএবি-তে তোড়জোড় চলছে, তখন আর এক দিকে ভারতীয় ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে বেশ গুরুত্বপূর্ণ বৈঠক হয়ে গেল। ভারতীয় ক্রিকেট বোর্ডের অ্যাপেক্স কাউন্সিলের বৈঠক।
আর কলকাতার সেই বৈঠক থেকে পাওয়া গেল বাংলার ক্রিকেটপ্রেমীদের জন্য সুখবর। সব কিছু ঠিকঠাক চললে ফের একটি আন্তর্জাতিক ম্যাচ পেতে চলেছে ইডেন গার্ডেন্স। এবং সেটাও টেস্ট ম্যাচ। ইডেনে শেষ টেস্ট ম্যাচ হয়েছিল ২০১৯ সালের নভেম্বরে। ভারত বনাম বাংলাদেশ গোলাপি বলের টেস্ট ম্যাচ হয়েছিল ইডেনে। সেটাই ছিল ভারতের মাটিতে প্রথম হওয়া কোনও গোলাপি বলে নৈশালোকের টেস্ট ম্যাচ। তারপর ফের টেস্ট ম্যাচ পেতে চলেছে ইডেন।
এশিয়া কাপের পরই তিনটি সিরিজ খেলবে ভারতীয় ক্রিকেট দল। যার মধ্যে অক্টোবরের প্রথমেই দুই ম্যাচের টেস্ট সিরিজ রয়েছে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে। ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ প্রথম টেস্ট ম্যাচটি খেলা হবে মোহালিতে। ২ অক্টোবর থেকে শুরু হবে ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজের প্রথম টেস্ট।
তারপরই ইডেনে দ্বিতীয় টেস্ট ম্যাচ। ১০ অক্টোবর থেকে সেই টেস্ট শুরু হওয়ার কথা ইডেনে। দুই টেস্টের সিরিজ খেলতে ভারতে আসবে ওয়েস্ট ইন্ডিজ। ১০ অক্টোবর থেকে ১৪ অক্টোবর পর্যন্ত ইডেনে খেলবেন রোহিত শর্মারা। ২০২৫-২০২৭ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ বৃত্তের প্রথমেই ইংল্যান্ডে গিয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের সিরিজ খেলবে ভারত। তারপর দেশে ফিরে টেস্ট সিরিজ ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে। শনিবারে অ্যাপেক্স কাউন্সিলের বৈঠকে ইডেনে ম্যাচ নিয়ে সবুজ সংকেত পাওয়া গিয়েছে বলেই খবর।
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজের পরই ভারতের মাটিতে নেমে পড়বে দক্ষিণ আফ্রিকা। টেস্ট ছাড়াও ওয়ান ডে ও টি-২০ - দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সব ফরম্যাটেই সিরিজ খেলবে ভারতীয় ক্রিকেট দল। জানা গিয়েছে, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু হবে নভেম্বর থেকে। প্রথম টেস্ট খেলা হবে দিল্লির ফিরোজ শাহ কোটলায় (অধুনা অরুণ জেটলি স্টেডিয়াম)। দ্বিতীয় টেস্ট ম্যাচটি হবে গুয়াহাটিতে। ভারতের ক্রিকেট ইতিহাসে এই প্রথমবার গুয়াহাটিতে খেলা হবে টেস্ট।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিনটি ওয়ান ডে ম্যাচও খেলবে ভারত। ম্যাচ তিনটি হবে রাঁচি, রায়পুর ও বিশাখাপত্তনমে। ৩০ নভেম্বর, ৩ ডিসেম্বর ও ৬ ডিসেম্বর হওয়ার কথা তিনটি ম্যাচ। তারপরে হবে পাঁচ ম্যাচের টি-২০। ম্যাচগুলি হবে কটক, নাগপুর, ধর্মশালা, লখনউ ও আমদাবাদে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
