WPL Run Out Controversy: রান আউট বিতর্কে তোলপাড় ডব্লিউপিএল, তৃতীয় আম্পায়ারের এত বড় ভুল?
Womens Premier League: ম্যাচে তিনটি রান আউটের সিদ্ধান্তের ক্ষেত্রেই তৃতীয় আম্পায়ার গায়ত্রী বেণুগোপালন ব্যাটারকে নট আউট দিয়েছেন।

বঢোদরা: একটি নয়। দুটিও নয়। তিন-তিনটি রান আউট ঘিরে বিতর্কে তোলপাড় ডব্লিউপিএল (WPL 2025)। প্রশ্ন উঠে গেল নিয়ম নিয়েই।
শনিবার ডব্লিউপিএলে মুখোমুখি হয়েছিল দিল্লি ক্যাপিটালস ও মুম্বই ইন্ডিয়ান্স (Delhi Capitals vs Mumbai Indians)। সেই ম্যাচে তিনটি রান আউটের সিদ্ধান্তের ক্ষেত্রেই তৃতীয় আম্পায়ার গায়ত্রী বেণুগোপালন ব্যাটারকে নট আউট দিয়েছেন। তিন ক্ষেত্রেই তিনি বেলের এলইডি আলো জ্বলাকে গুরুত্ব দেননি বলে অভিযোগ।
যা দেখে হতবাক ভারতীয় মহিলা ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক মিতালি রাজ। যিনি ম্যাচে ধারাভাষ্যকার হিসাবে কাজ করছিলেন। দুটি রান আউট নিয়ে ক্ষুব্ধ মিতালিও। শিখা পাণ্ডে ও রাধা যাদবের রান আউটের সিদ্ধান্ত নিয়ে। মিতালির মতে, দুটি সিদ্ধান্তই মুম্বইয়ের পক্ষেও যেতে পারত। মিতালি বলেন, 'পাণ্ডেকে নট আউট দেওয়া হল যখন ব্যাটারের ব্যাট লাইনের ওপর ছিল।'
মিতালি আরও বলেছেন, 'ডাইভ দেওয়ার পর ব্যাট ক্রিজের ভিতরে মাটি স্পর্শ করে বাউন্স করে শূন্যে উঠে গেলে তা নট আউট। তবে রাধা যাদবের ক্ষেত্রে ব্যাট শূন্যে ছিল। মাটি স্পর্শ করেনি, যখন এলইডি আলো জ্বলে উঠেছিল। তার মানে ও আউট।'
২০২৫ ডব্লিউপিএল-এর নিয়ম বলছে, যদি রান আউট বা স্টাম্পিংয়ের ক্ষেত্রে প্রথম ফ্রেমে বেলের এলইডি আলো জ্বলে ওঠে এবং পরের ফ্রেমে দেখা যায় বেল সরে গিয়েছে, তাহলে সেটিকে স্টাম্প ভাঙা হিসাবে ধরা হবে। যদিও শনিবারের ম্যাচে সেই নিয়ম মানা হয়নি বলেই অভিযোগ। রিপ্লে দেখার সময় বেলের আলো জ্বলাকে গুরুত্বই দেননি তৃতীয় আম্পায়ার।
আরও পড়ুন: পিছিয়ে যাচ্ছে আইপিএল! প্রথম দিনই কোহলি দর্শনের সুযোগ, ইডেনের টিকিট নিয়ে হাহাকার শুরু হল বলে
দিল্লির ইনিংসের ১৮তম ওভারের প্রথম বলেই পাণ্ডের ঘটনাটি ঘটে। গোটা ঘটনায় মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক হরমনপ্রীত কৌরকে খুব খুশি দেখায়নি। মাঠের আম্পায়ারদের সঙ্গেও কথাও বলেন তিনি।
তার ২ বল পরেই রাধা যাদবের আউটের ক্ষেত্রেও একইরকম বিতর্ক হয়। মুম্বই ইন্ডিয়ান্সের উইকেটকিপার ইয়াস্তিকা ভাটিয়া যখন স্টাম্প ভাঙেন, বেলের আলো জ্বলে ওঠার সময় রাধার ব্যাট শূন্যে ছিল। কিন্তু বেল সরে যাওয়ার মুহূর্তে তাঁর ব্যাট মাটিতে ছিল বলে নট আউট দেওয়া হয়।
নিয়ম নিয়েই শুরু হয়েছে তুমুল বিতর্ক।
আরও পড়ুন: দৌড়ে পাঁচ ক্রিকেটার, শাহরুখের কলকাতা নাইট রাইডার্সের নতুন অধিনায়ক কে?
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
