CWC Qualifiers: করুণারত্নের সেঞ্চুরি, দুরন্ত হাসারাঙ্গা, আইরিশদের হারিয়ে সুপার সিক্সে লঙ্কা বাহিনী
SL vs IRE: প্রথমে ব্যাট করতে নেমে ৩২৫ রানে অল আউট হয়ে যায় লঙ্কা বাহিনী। বিরাট লক্ষ্যমাত্রা তাড়়া করতে নেমে ১৯২ রানে অল আউট হয়ে যায় আইরিশ বাহিনী।
![CWC Qualifiers: করুণারত্নের সেঞ্চুরি, দুরন্ত হাসারাঙ্গা, আইরিশদের হারিয়ে সুপার সিক্সে লঙ্কা বাহিনী CWC Qualifiers: Hasaranga, Karunaratne shine as SL enter Super Six following 133 run win over Ireland CWC Qualifiers: করুণারত্নের সেঞ্চুরি, দুরন্ত হাসারাঙ্গা, আইরিশদের হারিয়ে সুপার সিক্সে লঙ্কা বাহিনী](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/06/25/fa3deeaf72e98c91ff4fbedbcce787601687714146552206_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
হারারে: বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে আয়ারল্যান্ডের বিরুদ্ধে বিশাল ব্যবধানে জয় ছিনিয়ে নিল শ্রীলঙ্কা। সেঞ্চুরি হাঁকালেন লঙ্কা দলের টেস্ট অধিনায়ক দিমূথ করুণারত্নে। অন্যদিকে চলতি টুর্নামেন্টে এই নিয়ে তৃতীয়বার এক ম্যাচে পাঁচ বা তার বেশি উইকেট নেওয়ার নজির গড়লেন হাসারাঙ্গা। প্রথমে ব্যাট করতে নেমে ৩২৫ রানে অল আউট হয়ে যায় লঙ্কা বাহিনী। বিরাট লক্ষ্যমাত্রা তাড়়া করতে নেমে ১৯২ রানে অল আউট হয়ে যায় আইরিশ বাহিনী।
টিকে থাকার লড়াইয়ে এই ম্যাচ অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল আয়ারল্যান্ডের কাছে। ম্যাচে এদিন টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন আইরিশ অধিনায়ক। ওপেনে নামেন পাথুম নিশাকা ও করুণারত্নে। পাথুম ২০ রানে ফিরে গেলেও করুণারত্নে ছিলেন চেনা মেজাজে। ১০৩ বলে ১০৩ রানের ধৈর্য্যশীল ইনিংসে ৮টি বাউন্ডারি হাঁকান তিনি। মিডল অর্ডারে সামারাওক্রিমা ৮২ ও ধনঞ্জয় ডি সিলভা ৪২ রানের ইনিংস খেলেন। শেষ পর্যন্ত ৪৯. ৫ ওভারে ৩২৫ রানে অল আউট হয়ে যায় লঙ্কা বাহিনী। এদিন নিজের ওয়ান ডে কেরিয়ারে ১০০০ রান পূরণ করলেন করুণারত্নে। ৪০টি ওয়ান ডে খেলে এখনও পর্যন্ত তাঁর ঝুলিতে রয়েছে ১০৯৫ রান। আজকের ইনিংসটিই করুণারত্নের ওয়ান ডে কেরিয়ারের ব্যক্তিগত সর্বোচ্চ।
রান তাড়া করতে নেমে শুরু থেকেই উইকেট হারাতে থাকে আয়ারল্যান্ড। কার্টিস ক্যাম্ফার সর্বোচ্চ ৩৯ রান করেন। হ্যারি টেক্টর ৩৩ রানের ইনিংস খেলেন। বাকি কেউই সেভাবে রান পাননি। শেষ পর্যন্ত ৩১ ওভারে ১৯২ রানে অল আউট হয়ে যায় আয়ারল্যান্ড। ১০ ওভারে ৭৯ রান দিয়ে ৫ উইকেট নেন হাসারাঙ্গা। ২ উইকেট নেন মাহিশ থিকসানা।
এর আগে গ্রুপ লিগের চারটের মধ্যে তিনটি ম্যাচে হেরে সুপার সিক্স পর্বের আগেই ছিটকে গিয়েছিলেন সন্দীপ লামিছানেরা। গ্রুপ এ থেকে সুপার সিক্সে উঠল ওয়েস্ট ইন্ডিজ, জিম্বাবোয়ে ও নেদারল্যান্ডস। এই গ্রুপ থেকে নেপালের আগেই বিদায় নিয়েছে আমেরিকা। নেপালও আমেরিকাকে হারিয়েছিল। তবে জিম্বাবোয়ে ও ওয়েস্ট ইন্ডিজের কাছে হারতে হয়েছিল লামিছানেদের। শনিবার হারতে হল ডাচদের কাছেও।
ভারতে আয়োজিত বিশ্বকাপে মোট ১০টি দেশ খেলবে। আটটি দেশ ইতিমধ্যেই মূলপর্বে খেলার যোগ্যতা পেয়ে গিয়েছে। বাকি দুই জায়গায় বিশ্বকাপের মূলপর্বে কারা খেলবে, তা ঠিক করতেই এখন জিম্বাবোয়েতে মোট ১০টি দলকে নিয়ে বাছাই পর্বের খেলা চলছে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)