Cristiano Ronaldo: 'হয়তো আর দুই, তিন বছর পর...' নিজের অবসর পরিকল্পনা নিয়ে আপডেট দিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো
Cristiano Ronaldo retirement: অবসরের পর রোনাল্ডোও কি কোচিং করানোর পথেই হাঁটবেন? 'সিআর৭' জানান ভবিষ্যতে কোচ হিসাবে তাঁকে দেখতে পাওয়ার সম্ভাবনা খুবই কম।
নয়াদিল্লি: বয়স ৪০ ছুঁই ছুঁই। উয়েফা ইউরো কাপের মাঝেই জানিয়ে দিয়েছিলেন তিনি আর ইউরোপ সেরার লড়াইয়ে মাঠে নামবেন না। তারপর থেকেই ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর (Cristiano Ronaldo) ভবিষ্যৎ ঘিরে জল্পনা, কল্পনা শুরু হয়েছে। রোনাল্ডো আর কতদিন খেলবেন? ভবিষ্যৎ নিয়ে কী ভাবনাচিন্তা করেছেন পর্তুগিজ মহাতারকা? এবার নিজেই জানালেন তিনি।
গত বিশ্বকাপের পরেই রোনাল্ডো ম্যাঞ্চেস্টার ইউনাইটেড ছেড়ে ২০২৩ সালের শুরুতে সৌদি আরবের ক্লাব আল নাসরে (Al Nassr) যোগ দিয়েছিলেন রোনাল্ডো। তিনি কী আর ইউরোপে ফিরবেন? কতদিন খেলবেন তিনি? এই নিয়ে মাঝেমাঝেই জল্পনা শোনা যায়। রোনাল্ডো সম্প্রতি এক সাক্ষাৎকারে জানান, 'আমি সত্যিই জানি না যে আমি কবে ঠিক অবসর নেব। হয়তো দুই তিন বছর পর। তবে হ্যাঁ, সম্ভবত এখানে আল নাসরে খেলেই আমি অবসর নিতে চলেছি। আমি এই ক্লাবে খেলতে পেরে খুবই খুশি। এই দেশটাও আমার বেশ পছন্দের। সৌদি আরবে খেলতে আমার ভালই লাগে এবং আমি এখানে খেলা চালিয়ে যেতে চাই।'
অবসরের পরে অনেক ফুটবলারই বিকল্প কেরিয়ার হিসাবে কোচিং করানোকে বেছে নেন। হাভিয়ের ম্যাসারানো, জাভি আলন্সো থেকে স্টিভেন জেরার্ড বা সেস ফ্যাব্রিগেস, সদ্য অবসর নেওয়া অনেক ফুটবলারই কোচিং করাচ্ছেন বর্তমানে। অবসরের পর রোনাল্ডোও কি সেই পথেই হাঁটবেন? 'সিআর৭' জানান ভবিষ্যতে কোচ হিসাবে তাঁকে দেখতে পাওয়ার সম্ভাবনা বেশ কম।
'আমি একদিন ম্যানেজার হব, এই বিষয়টা ভাবতেই আমার খুব কষ্ট হচ্ছে। আমি কোনও ফুটবল দলের প্রধান কোচ হওয়ার কথা একেবারেই ভাবছি না। সেই চিন্তা আমার মাথাতেও আসে না। হয়তো আমি ভবিষ্যতে ফুটবলের সঙ্গে যুক্ত থাকব না। ফুটবলের বাইরের জগতে কোনওকিছু করব।' জানান রোনাল্ডো।
ফুটবলার হিসাবে রোনাল্ডো খেলা চালিয়ে যাচ্ছেন বটেই, তবে ইতিমধ্যেই বিভিন্ন ব্যবসায়ও বিনিয়োগ করেছেন পর্তুগিজ মহাতারকা। তাঁর নিজস্ব হোটেল, জামা কাপড়, পারফিউমের ব্যবসা রয়েছে। সম্প্রতি এক ইউটিউব চ্যানেলেও খুলেছেন তিনি। সেখানেও গড়েছেন রেকর্ড। আত্মপ্রকাশের মাত্র ৯০ মিনিটের মধ্যেই রোনাল্ডোর চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা ছাড়িয়ে যায় ১০ লক্ষ। ইউটিউবের ইতিহাসে আগে এমনটা ঘটেনি। তবে রোনাল্ডো-প্রেমীদের জন্য এটাই সুখবর যে তাঁরা সম্ববত আরও বেশ কয়েক বছর রোনাল্ডোকে খেলোয়াড় হিসাবে ফুটবলের মঞ্চ মাতাতে দেখতে পাবেন।
আরও পড়ুন: নাগাড়ে দুই ম্যাচ জিতে মরশুম শুরু লিভারপুলের, হাফ ডজন গোল করে জয় চেলসির