কলকাতা: আইএসএলে জামশেদপুর এফসি-র বিরুদ্ধে টানা ছয় ম্যাচে অপরাজিত থাকার পর গত বৃহস্পতিবার সেমিফাইনালের প্রথম লেগে তাদের কাছে হারে মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan Super Giant vs Jamshedpur FC) । এই লিগে তাদের শেষ চারটি প্লে অফ ম্যাচের মধ্যে তিনটিতে হেরেছে সবুজ-মেরুন বাহিনী। তবে প্লে অফে কখনও টানা তিন ম্যাচে হার মানেনি তারা। শেষ ছ’টি হোম ম্যাচে ক্লিন শিট বজায় রেখেছে দু’বারের শিল্ডজয়ীরা। আইএসএলের ইতিহাসে ধারাবাহিক ভাবে এর চেয়ে বেশি ক্লিন শিট বজায় রাখতে পারেনি কোনও দল। এ মরশুমে এ পর্যন্ত তারা প্রথমার্ধে আটটি গোল খেয়েছে, যা লিগের ইতিহাসে সর্বনিম্ন।
শেষ চারটি ম্যাচেই একাধিক গোল করেছে জামশেদপুর এফসি। এই চার ম্যাচে আট গোল করেছে তারা। তবে আইএসএলে মোহনবাগান সুপার জায়ান্টের বিরুদ্ধে কখনও টানা দু’টি ম্যাচে একের বেশি গোল করার নজির নেই তাদের। প্রথমার্ধে ২৩ গোল খাওয়ার নজির রয়েছে জামশেদপুরের, যা তারা এই মরশুমেই খেয়েছে।
কলকাতার দলের অস্ট্রেলীয় তারকা জেমি ম্যাকলারেন সামনে কিন্তু এখনও রেকর্ড গড়ার সুযোগ রয়েছে। এখন পর্যন্ত ছয়টি জয়সূচক গোল করেছেন। ২০২০-২১-এ রয় কৃষ্ণা আটটি ও ২০১৫-য় স্টিভেন মেনডোজা সাতটি জয়সূচক গোল করেছিলেন। সেই রেকর্ড ভাঙতে আরও তিনটি জয়সূচক গোল করতে হবে ম্যাকলারেনকে।
জামশেদপুরের স্প্যানিশ তারকা আইএসএলে যত ম্যাচে গোল করেছেন, কোনও ম্যাচেই তাঁর দল হারেনি। এমন ১৪টি ম্যাচে জিতেছে তাঁর দল ও পাঁচটি ম্যাচে ড্র হয়েছে। মোহনবাগান সুপার জায়ান্টের গ্রেগ স্টুয়ার্টেরও একই পরিসংখ্যান রয়েছে (জয়-১৬, ড্র-৩)। এ মরশুমে মোহনবাগান সুপার জায়ান্টের গোলকিপার বিশাল কয়েথ বক্সের বাইরে থেকে নেওয়া প্রতিপক্ষের ৩৪টি শট সেভ করেছেন। জামশেদপুরের গোলকিপার আলবিনো গোমস বক্সের ভিতর থেকে নেওয়া প্রতিপক্ষের ৬৩টি শট সেভ করেছেন, যা এক অনন্য নজির।
ইন্ডিয়ান সুপার লিগে দুই দল মুখোমুখি হয়েছে ১১ বার। পাঁচটিতে জিতেছে কলকাতার দল। চারটিতে জামশেদপুর এফসি এবং দু’টি ম্যাচ ড্র হয়েছে। দুই দলের মধ্যে ম্যাচে মোহনবাগান ১৫টি ও জামশেদপুর দশটি গোল করেছে। এ মরশুমেই আইএসএল প্লে অফে প্রথম মুখোমুখি হচ্ছে দুই দল।
২০২০-২১- জয়ী জামশেদপুর এফসি, ফল ২-১ ও জয়ী এটিকে মোহনবাগান, ফল ১-০।
২০২১-২২- জয়ী জামশেদপুর এফসি, ফল ২-১ ও জয়ী জামশেদপুর এফসি, ফল ১-০।
২০২২-২৩- জয়ী এটিকে মোহনবাগান, ফল ১-০ এবং ০-০ ড্র।
২০২৩-২৪- জয়ী এটিকে মোহনবাগান, ফল ৩-২ ও জয়ী এটিকে মোহনবাগান, ফল ৩-০।
২০২৪-২৫- জয়ী মোহনবাগান সুপার জায়ান্ট, ফল ৩-০ ও ১-১ ড্র।
২০২৪-২৫- সেমিফাইনাল, জয়ী জামশেদপুর এফসি, ফল ২-১।
ম্যাচ- সেমিফাইনাল ২, দ্বিতীয় লেগ: মোহনবাগান সুপার জায়ান্ট বনাম জামশেদপুর এফসি
ভেনু- বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গন, কলকাতা
সময়- ৭ এপ্রিল, ২০২৫, সন্ধ্যা ৭.৩০
সরাসরি সম্প্রচার ও স্ট্রিমিং- স্টার স্পোর্টস ৩- বাংলা, হিন্দি, ইংলিশ, মালয়ালাম; জিওহটস্টার- বাংলা, হিন্দি, ইংলিশ, মালয়ালাম
(তথ্য: আইএসএল মিডিয়া)