ইন্ডিয়ান সুপার লিগে দুই দল মুখোমুখি হয়েছে ১১ বার। পাঁচটিতে জিতেছে কলকাতার দল। চারটিতে জামশেদপুর এফসি এবং দু’টি ম্যাচ ড্র হয়েছে। দুই দলের মধ্যে ম্যাচে মোহনবাগান ১৫টি ও জামশেদপুর দশটি গোল করেছে। এ মরশুমেই আইএসএল প্লে অফে প্রথম মুখোমুখি হচ্ছে দুই দল।

২০২০-২১- জয়ী জামশেদপুর এফসি, ফল ২-১ ও জয়ী এটিকে মোহনবাগান, ফল ১-০।
২০২১-২২- জয়ী জামশেদপুর এফসি, ফল ২-১ ও জয়ী জামশেদপুর এফসি, ফল ১-০।
২০২২-২৩- জয়ী এটিকে মোহনবাগান, ফল ১-০ এবং ০-০ ড্র।
২০২৩-২৪- জয়ী এটিকে মোহনবাগান, ফল ৩-২ ও জয়ী এটিকে মোহনবাগান, ফল ৩-০।
২০২৪-২৫- জয়ী মোহনবাগান সুপার জায়ান্ট, ফল ৩-০ ও ১-১ ড্র।
২০২৪-২৫- সেমিফাইনাল, জয়ী জামশেদপুর এফসি, ফল ২-১।

ম্যাচ- সেমিফাইনাল ২, দ্বিতীয় লেগ: মোহনবাগান সুপার জায়ান্ট বনাম জামশেদপুর এফসি

ভেনু- বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গন, কলকাতা

সময়- ৭ এপ্রিল, ২০২৫, সন্ধ্যা ৭.৩০

সরাসরি সম্প্রচার ও স্ট্রিমিং- স্টার স্পোর্টস ৩- বাংলা, হিন্দি, ইংলিশ, মালয়ালাম; জিওহটস্টার- বাংলা, হিন্দি, ইংলিশ, মালয়ালাম