IND Vs SA, Innings Highlights: এলগার-জানসেনের দাপটের সামনে লড়াই শুধু বুমরার, ১৬৩ রানের লিড দক্ষিণ আফ্রিকার
India vs South Africa: ভারতীয় ব্যাটিংয়ের সামনে এবার অগ্নিপরীক্ষা। টেস্টের এখনও আড়াই দিন বাকি। ম্যাচ বাঁচাতে হলে দ্বিতীয় ইনিংসে ১৬৩ রানের ঘাটতি মিটিয়ে লড়াই করার মতো স্কোর তুলতে হবে বোর্ডে।
সেঞ্চুরিয়ন: এক ডিন এলগারে (Dean Elgar) রক্ষা নেই, মার্কো জানসেন দোসর! সব মিলিয়ে সেঞ্চুরিয়নে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্টে বেশ চাপে ভারত (IND vs SA)। সুপার স্পোর্ট পার্কে ৪০৮ রানে শেষ হল দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংস। ১৬৩ রানের লিড নিলেন প্রোটিয়ারা। ভারতীয় ব্যাটিংয়ের সামনে এবার অগ্নিপরীক্ষা। টেস্টের এখনও আড়াই দিন বাকি। ম্যাচ বাঁচাতে হলে দ্বিতীয় ইনিংসে ১৬৩ রানের ঘাটতি মিটিয়ে লড়াই করার মতো স্কোর তুলতে হবে বোর্ডে। রোহিত শর্মা, বিরাট কোহলিরা পারবেন? কৌতুহলী ক্রিকেট ভক্তরা।
ভারতের হয়ে বল হাতে লড়াই করলেন শুধুমাত্র যশপ্রীত বুমরা। ৬৯ রানে ৪ উইকেট নিলেন তিনি। বাকি বোলারদের মধ্যে কিছুটা মহম্মদ সিরাজ় ছাড়া আর কেউই লড়াই করতে পারেননি।
ম্যাচের দ্বিতীয় দিনের শেষে দক্ষিণ আফ্রিকার স্কোর ছিল ২৫৬/৫। সেঞ্চুরি সম্পূর্ণ হয়ে গিয়েছিল এলগারের। দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অধিনায়ক এলগার। ১৪০ রান করে ক্রিজে ছিলেন। সঙ্গী ছিলেন জানসেন। ৩ রান করে ক্রিজে ছিলেন তিনি। ভারতের প্রথম ইনিংসের স্কোরের চেয়ে ১১ রানে এগিয়েছিল দক্ষিণ আফ্রিকা। তবে মনে করা হয়েছিল, ভারতীয় বোলাররা তৃতীয় দিনের শুরুতেই ধাক্কা দেবেন। এবং ম্যাচে ফিরে আসবে টিম ইন্ডিয়া।
যদিও এলগার-জানসেন জুটি বৃহস্পতিবার সকালেও সাবলীলভাবে ব্যাটিং করতে থাকেন। ষষ্ঠ উইকেটে ১১১ রানের পার্টনারশিপ গড়ে তাঁরাই ভারতের হাত থেকে ম্যাচের রাশ কেড়ে নেন। দক্ষিণ আফ্রিকাকে বসিয়ে দেন চালকের আসনে। ১৮৫ রান করে শার্দুল ঠাকুরের বলে কট বিহাইন্ড হন এলগার। ম্যাচে ওই একটিই উইকেট শার্দুলের। ১৯ ওভারে ১০১ রান খরচ করেছেন শার্দুল। চতুর্থ পেসার প্রসিদ্ধ কৃষ্ণও তথৈবচ। ২০ ওভারে খরচ করেন ৯৩ রান। ঝুলিতে মাত্র এক উইকেট।
South Africa have a massive lead at the end of their first innings ⚡#WTC25 | #SAvIND 📝: https://t.co/cbcETm0nBv pic.twitter.com/e0ZXvQC9T4
— ICC (@ICC) December 28, 2023
জানসেন ৮৪ রানে অপরাজিত ছিলেন। বুমরা দক্ষিণ আফ্রিকা ব্যাটিংয়ের লেজ মুড়িয়ে দেন। আর অশ্বিন পান এক উইকেট। চোট থাকায় ব্যাট করতে নামেননি দক্ষিণ আফ্রিকার অধিনায়ক তেম্বা বাভুমা। তাই ৯ উইকেট পড়তেই অল আউট ঘোষণা করা হয় দক্ষিণ আফ্রিকাকে।
আরও পড়ুন: লিফটে আটকে আম্পায়ার, বন্ধ থাকল ম্যাচ! বক্সিং ডে টেস্টে অভূতপূর্ব ঘটনা