KKR vs SRH Qualifier 1 Live: ৩৮ বল বাকি থাকতে ৮ উইকেটে সানরাইজার্সকে দুরমুশ করে ফাইনালে কেকেআর
IPL KKR vs SRH Live Score: হায়দরাবাদকে এবারের আইপিএলে দুবারের সাক্ষাতে দুবারই হারাল কেকেআর।
LIVE

Background
KKR vs SRH Live: ৩৮ বল বাকি থাকতে ৮ উইকেটে সানরাইজার্সকে দুরমুশ করে ফাইনালে কেকেআর
২৮ বলে অপরাজিত ৫১ রান বেঙ্কটেশ আইয়ারের। ২৪ বলে অপরাজিত ৫৮ রান শ্রেয়সের। ৩৮ বল বাকি থাকতে ৮ উইকেটে সানরাইজার্সকে দুরমুশ করল কেকেআর। পৌঁছে গেল ফাইনালে।
IPL Live Score: অনবদ্য হাফসেঞ্চুরি
নীতীশ রেড্ডির বলে ছক্কা হাঁকিয়ে মাত্র ২৮ বলে নিজের অর্ধশতরান পূরণ করলেন বেঙ্কটেশ আইয়ার। ১৩ ওভার শেষে কেকেআরের স্কোর ১৪২/২।
KKR vs SRH Live: জোড়া জীবনদান
গত ওভারে ১০ রানে ব্যাট করা শ্রেয়সের ক্যাচ ফেলেছিলেন ক্লাসেন। ১১তম ওভারে নটরাজনের বলে ১৪ রানে ব্যাট করা শ্রেয়সে ফের জীবনদান পেলেন। এবার তাঁর ক্যাচ ফেললেন ট্র্যাভিস হেড। ঠিক পরের বলেই ছক্কা হাঁকান শ্রেয়স। ১১ ওভার শেষে কেকেআরের স্কোর ১১৯/২। অর্ধশতরানের পার্টনারশিপও পূরণ করে ফেললেন দুই আইয়ার। কেকেআরের জয়ের জন্য ৫৪ বলে আর মাত্র ৪১ রানের প্রয়োজন। শ্রেয়স ২৫ ও বেঙ্কটেশ ৩৯ রানে ব্যাট করছেন।
IPL Live Score: ৯ ওভারের শেষে কেকেআরের স্কোর ৯৬/২
১৬ বলে ২১ রান করে আউট নারাইন। ১৭ বলে ৩১ রানে ক্রিজে বেঙ্কটেশ আইয়ার। সঙ্গে শ্রেয়স। ৯ ওভারের শেষে কেকেআরের স্কোর ৯৬/২।
KKR vs SRH Live: ৬ ওভারের শেষে কেকেআরের স্কোর ৬৩/১
পাওয়ার প্লে-র ৬ ওভারের শেষে কেকেআরের স্কোর ৬৩/১। ক্রিজে নারাইন ও বেঙ্কটেশ আইয়ার।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
