IPL Opening: একশো সৈন্য নিয়ে লড়াইয়ে নামছেন ইডেনের কিউরেটর, বাইশ গজে বিরাট চমক আজ?
KKR vs RCB: বসন্তে আগত এই অসুরের নাম বৃষ্টি। শুক্রবার সন্ধে থেকে যে আস্ফালন শুরু করেছে। তার ভয়ে জড়সড় বাংলার ক্রিকেটপ্রেমীরা।

সন্দীপ সরকার, কলকাতা: এ-ও এক অসুর। যা তছনছ করে দিতে চায় উৎসবের যাবতীয় তোড়জোড়। কে তাকে বোঝাবে যে, কলকাতায় পৌঁছে গিয়েছেন শাহরুখ খান, শ্রেয়া ঘোষাল, দিশা পাটানি? তৈরি বিরাট কোহলি, আন্দ্রে রাসেল, রিঙ্কু সিংহরা? প্রস্তুতি সারা কলকাতা নাইট রাইডার্স আর রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (KKR vs RCB)? তৈরি বাংলার আট থেকে আশি?
বসন্তে আগত এই অসুরের নাম বৃষ্টি। শুক্রবার সন্ধে থেকে যে আস্ফালন শুরু করেছে। তার ভয়ে জড়সড় বাংলার ক্রিকেটপ্রেমীরা। যাঁরা মাঠে যাবেন, তাঁরা তটস্থ। যাঁরা টিভি বা মোবাইল ফোনে খেলা দেখবেন, তাঁরাও উদ্বিগ্ন। আইপিএলের বোধনেই বিপর্যয় অপেক্ষা করে নেই তো? বৃষ্টিতে কি পণ্ড হবে ক্রিকেট আর বিনোদনের সেরা ককটেল - আইপিএলের উদ্বোধন?
প্রমাদ গোনা চলছে। দফায় দফায় চলছে আবহাওয়ার পূর্বাভাসে চোখ বোলানো। তবে প্রকৃতির রক্তচক্ষুর সঙ্গে লড়াইয়ে হাল ছাড়তে রাজি নয় সিএবি। ইডেন গার্ডেন্সের মাঠ তৈরি ও পরিচর্যায় সেনাপতি যিনি, সেই সুজন মুখোপাধ্যায় যুদ্ধের জন্য প্রস্তুত। তাঁর ভরসা একশো বিশ্বস্ত সৈন্য। সঙ্গে প্রযুক্তি। ম্যাচ কিছুতেই বানচাল হতে দিতে চান না ইডেনের কিউরেটর। যিনি বোর্ডের পিচ কমিটির সদস্যও।
শনিবার সকাল থেকে দফায় দফায় বৃষ্টি হচ্ছে শহরে। আকাশের মুখ ভার। এদিকে এগিয়ে আসছে আইপিএলের উদ্বোধনের সময়। সন্ধে ৬টা থেকে অনুষ্ঠান। সাতটায় টস। সাড়ে সাতটায় ম্যাচ। কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। কিন্তু বৃষ্টি অসুর যদি শেষ মুহূর্তে তাণ্ডব চালায়?
সুজন বলছেন, 'আমরা তৈরি থাকছি। এই ম্যাচের জন্য একশোজন মাঠকর্মী রাখা হচ্ছে। ইডেনের নিজস্ব মাঠকর্মীরা তো আছেই, পাশাপাশি কল্যাণী, সল্ট লেক-সহ বিভিন্ন মাঠ থেকে কর্মীদের নিয়ে আসা হচ্ছে। সঙ্গে থাকছে আধুনিক কভার, ৪টি সুপার সপার। বৃষ্টি চলতে থাকলে তো কারও কিছু করার নেই। তবে থামলে ৪০ মিনিটের মধ্যে ম্যাচ শুরু করে দিতে পারি। কোনওভাবেই চাইব না এত প্রস্তুতি বৃথা যাক।'
শুক্রবার সন্ধেবেলা কেকেআর ও আরসিবি-র প্র্যাক্টিসের মাঝেই বৃষ্টি নেমেছিল। সেই থেকে ইডেন ঢাকা প্লাস্টিকের কভারে। কোনও ঝুঁকি নিতে চান না সুজন। কভার সরানো হবে একেবারে উদ্বোধনী অনুষ্ঠানের সময়। যদি না সেই সময় বৃষ্টি হয়। এতক্ষণ মাঠ ঢাকা থাকায় কি পিচের চরিত্রগত পরিবর্তন হবে? সুজন বলছেন, 'ইডেনের উইকেট এখন এমনিতেই স্পোর্টিং। টি-২০ ম্যাচে বড় রানের খেলা হয়। চার-ছক্কার ফুলঝুরি দেখা যায়। তবে এতক্ষণ কভার থাকায় রোদ বা আলো পাচ্ছে না। আর্দ্রতা থাকবে পিচে। তাতে স্পিনাররা একটু সাহায্য পাবে। বল পিচে পড়ে সামান্য ঘুরবে।'
স্পষ্ট বার্তা, ম্যাচের রাশ থাকতে পারে স্পিনারদের হাতে। যাঁরা ভাবছিলেন ইডেন পিচের গতিই শেষ কথা বলবে, তাঁদের প্ল্যান বি কষতে হবে। আর কে না জানে, বল ঘুরলে সুনীল নারাইন ও বরুণ চক্রবর্তী প্রতিপক্ষকে কীরকম ফালাফালা করে দিতে পারেন!
বৃষ্টিই কেকেআরের শাপে বর হবে?
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
