IPL 2025: ট্রফির জন্য মরিয়া কোহলিদের আরসিবিতে কোচ করে আনা হল কেকেআরের প্রাক্তন গুরুকে
RCB: এবার ট্রফির জন্য মরিয়া আরসিবি। দলের খোলনলচে বদলে ফেলা হচ্ছে। অধিনায়ক হিসাবে ফের দেখা যেতে পারে বিরাট কোহলিকে। যাঁকে রিটেন করেছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর।
বেঙ্গালুরু: বছর ঘুরেছে। কখনও কোচ তো কখনও অধিনায়কের নাম বদলেছে। বদলে গিয়েছে জার্সির রংও। কিন্তু আইপিএলে ট্রফি ভাগ্য ফেরেনি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের (RCB)। ১৭ বছর ধরে আইপিএলে (IPL 2025) ট্রফির হদিশ পায়নি আরসিবি। সেরা ফল বলতে, ফাইনালে খেলেছে।
এবার ট্রফির জন্য মরিয়া আরসিবি। দলের খোলনলচে বদলে ফেলা হচ্ছে। অধিনায়ক হিসাবে ফের দেখা যেতে পারে বিরাট কোহলিকে। যাঁকে রিটেন করেছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর।
এবার কোচিং স্টাফে যোগ করা হল কলকাতা নািট রাইডার্সের প্রাক্তন বোলিং গুরুকে। ওমকার সালভিকে সহকারী বোলিং কোচ হিসাবে নিয়োগ করল আরসিবি।
শুধু আইপিএলের মঞ্চেই নয়, ঘরোয়া ক্রিকেটেও সফল ওমকার সালভি। গত মরশুমে রঞ্জি ট্রফি চ্যাম্পিয়ন মুম্বইয়ের বোলিং কোচ ছিলেন তিনি।
আসন্ন মরশুমের জন্য আরসিবি তাদের পেস বোলিং কোচ হিসাবে নিযুক্ত করল ওমকার সালভিকে। ওমকার এই মুহূর্তে মুম্বই ক্রিকেট দলের হেড কোচের দায়িত্ব পালন করছিলেন। মুম্বই ক্রিকেট সংস্থার সঙ্গে সালভির চুক্তি শেষ হচ্ছে ২০২৫ সালের মার্চে। সব কিছু ঠিকঠাক চললে পরের বছর আইপিএল শুরু হতে পারে মার্চ মাসের শেষ সপ্তাহে। মুম্বই ক্রিকেট দলের দায়িত্ব ছাড়ার পরে আরসিবির অন্দরমহলে ঢুকে পড়তে সমস্যা হবে না ওমকারের।
আরও পড়ুন: মেসিকে নিশানা করে ছোড়া হয়েছে বোতল! ক্ষমা চাইলেন প্রতিপক্ষ শিবিরের ফুটবলার
সালভি এর আগেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে কোচিং করিয়েছেন। তিনি এর আগে আইপিএলে শাহরুখ খান-জুহি চাওলার দল কেকেআর শিবিরে ছিলেন। কলকাতা নাইট রাইডার্সের সহকারী বোলিং কোচের ভূমিকা পালন করেছেন ওমকার। যদিও কেকেআরের দায়িত্ব ছাড়ার পরে আর কোনও আইপিএল ফ্র্যাঞ্চাইজির সঙ্গে নতুন করে যুক্ত হননি তিনি। এবার পরীক্ষা আরসিবি জার্সিতে।
আরও পড়ুন: আইপিএল নিলামের আগে বাংলার হয়ে টি-২০-ও খেলবেন শামি, সৈয়দ মুস্তাক আলিতে অধিনায়ক কে?