Starlink: ভারতে আসছে স্টারলিঙ্কের ডেটা কানেকশন, মাসে কত খরচ হবে ? কী কী সুবিধে ?
Starlink to Launch Service in india: ভারতের টেলিকম অপারেটর রিলায়েন্স জিও এবং ভারতী এয়ারটেলের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে স্টারলিঙ্ক। ভারতে এই দুই সংস্থার ইতিমধ্যেই বিপুল বিস্তৃত নেটওয়ার্ক রয়েছে।

Starlink Service: ভারতে পরিষেবা দেওয়ার জন্য এলন মাস্কের সংস্থা স্পেস এক্স এবার জিও এবং এয়ারটেলের সঙ্গে হাত মিলিয়েছে। আর কয়েকদিনের মধ্যেই দেশে শুরু হবে স্টারলিঙ্কের পরিষেবা। ইতিমধ্যেই আরও নানা দেশে এই পরিষেবা (Starlink Service) শুরু করেছে এলন মাস্কের স্পেস এক্স সংস্থা, এবার আসবে ভারতেও। গতকাল এক্স হ্যান্ডলে কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব একটি পোস্টে জানান, ভারতে স্টারলিঙ্ককে (Starlink) স্বাগত। এটি রেলওয়ে প্রকল্পের জন্য খুবই সহায়ক হবে, যদিও এই পোস্ট পরে তিনি মুছে দেন।
কবে থেকে ভারতে শুরু হবে পরিষেবা
আর কয়েকদিনের মধ্যেই ভারতে শুরু হয়ে যাবে স্টারলিঙ্কের পরিষেবা। প্রস্তুতি সম্পূর্ণ হয়ে গিয়েছে। সরকারের সমস্ত শর্তাবলী মেনে নিয়েছে এই সংস্থা। বর্তমানে দেশের বিভিন্ন বিভাগে স্টারলিঙ্ক নিয়ে আলোচনা তুঙ্গে। এবার কেন্দ্র সরকারের পক্ষ থেকে চূড়ান্ত অনুমোদন পেলেই দেশে পরিষেবা দেওয়া শুরু করবে স্টারলিঙ্ক।
জিও এবং এয়ারটেলের সঙ্গে কেন হল চুক্তি ?
ভারতের টেলিকম অপারেটর সংস্থা রিলায়েন্স জিও এবং ভারতী এয়ারটেলের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে স্টারলিঙ্ক। ভারতে এই দুই সংস্থার ইতিমধ্যেই বিপুল বিস্তৃত নেটওয়ার্ক রয়েছে। ভারতের বেশিরভাগ জায়গাতেই এই সংস্থাগুলির নেটওয়ার্ক রয়েছে। এই দুই সংস্থাই এবার থেকে স্টারলিঙ্ক ইকুইপমেন্ট বিক্রি করবে অনলাইন ও অফলাইন স্টোরে। এয়ারটেল পরিকল্পনা করছ্র যাতে তাদের নেটওয়ার্কের মধ্যেই স্টারলিঙ্ক ইন্ট্রিগ্রেট করা যায়। তবে অন্যদিকে রিলায়েন্স জিও সংস্থা তার ব্রডব্যান্ড সিস্টেমে এই স্টারলিঙ্ক অন্তর্ভুক্ত করতে পারে।
কত স্পিড পাবেন ? খরচ কত হবে ?
একেক দেশে স্টারলিঙ্কের প্ল্যানের খরচ একেক রকম রয়েছে। আমেরিকায় এটি সবথেকে সস্তায় পাওয়া যাচ্ছে। প্রতি মাসে যার খরচ ৭ হাজার টাকা। আবার ভুটানে এই স্টারলিঙ্কের প্ল্যানের খরচ পড়বে মাসে ৩ হাজার টাকা, এই প্ল্যানে ইন্টারনেটের স্পিড থাকবে ২৩ এমবিপিএস থেকে ১০০ এমবিপিএস পর্যন্ত। স্ট্যান্ডার্ড রেসিডেনশিয়াল প্ল্যানের খরচ পড়বে ৪২০০ টাকা যেখানে আপনি ২৫-১০০ এমবিপিএস স্পিড পাবেন ইন্টারনেটের। জাম্বিয়াতে স্টারলিঙ্কের প্ল্যানের খরচ আরও কম। ভারতীয় মুদ্রায় মাসে ২ হাজার টাকা দিলেই একজন সেখানে স্টারলিঙ্কের সাবস্ক্রিপশন নিতে পারবেন। মালয়েশিয়াতে এর খরচ হবে মাসে ৩৮০০ টাকা, অস্ট্রেলিয়াতে খরচ হবে ৭৮০০ টাকা আর অস্ট্রিয়াতে স্টারলিঙ্কের খরচ হবে ৪৭০০ টাকা।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
