Corona Vaccine Price: ৩ ধরনের করোনা ভ্যাকসিনের দাম বেঁধে দিল কেন্দ্র, বেশি দাম নিলেই কড়া পদক্ষেপের হুঁশিয়ারি
করোনার (Corona) ৩ ধরনের ভ্যাকসিনের দাম বেঁধে দিল কেন্দ্রীয় সরকার। ৭৮০ টাকায় কোভিশিল্ড দিতে পারবে বেসরকারি হাসপাতাল। ১,৪১০ টাকায় কোভ্যাকসিন এবং ১,১৪৫ টাকায় স্পুটনিক দিতে পারবে বেসরকারি হাসপাতাল। গতকালই টিকাকরণের সার্ভিস চার্জ ১৫০ টাকা বেঁধে দেয় কেন্দ্র। নির্ধারিত দামের বেশি নিলেই কড়া পদক্ষেপের হুঁশিয়ারি কেন্দ্রের। এদিকে উত্তরবঙ্গ মেডিক্যালে ব্ল্যাক ফাঙ্গাসে (Black Fungus) মৃত্যু হল শিলিগুড়ির দুই বাসিন্দার। এই নিয়ে উত্তরবঙ্গ মেডিক্যালে ব্ল্যাক ফাঙ্গাসে মোট পাঁচজনের মৃত্যু হল। অন্যদিকে অব্যাহত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) সঙ্গে শুভেন্দু অধিকারীর বাগযুদ্ধ। আজ দিল্লিতে অভিষেককে কটাক্ষ করেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। পাল্টা জবাব দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি লিলুয়ায় গ্যাং ওয়ার-কাণ্ডে পুলিশের জালে ৮ অভিযুক্ত। ফেরার মূল অভিযুক্ত আকাশ সিংহের খোঁজে তল্লাশি চালাচ্ছেন গোয়েন্দারা। নেপথ্যে তৃণমূলের (TMC) গোষ্ঠীকোন্দল রয়েছে বলে অভিযোগ বিজেপির। মানতে নারাজ রাজ্যের শাসকদল।