Ghanta Khanek Sange Suman: 'বিরোধী মানেই দুর্নীতি, তাই বর্জন করেছে দেশ', সংসদীয় দলের প্রথম বৈঠকেই মোদির নিশানায় বিরোধীরা
"বিরোধী মানেই দুর্নীতি, তাই বর্জন করেছে দেশ"। সংসদীয় দলের প্রথম বৈঠকেই মোদির নিশানায় বিরোধীরা। আগেই ডুবেছে, এবার INDI জোট দ্রুত গতিতে গর্তে তলিয়ে যাবে। NDA-র সংসদীয় দলের নেতা নির্বাচিত হয়ে এভাবেই, বিরোধী জোটকে আক্রমণ করলেন নরেন্দ্র মোদি। পাল্টা বিরোধীরা বলছেন, তিনি নরেন্দ্র-নায়ডু-নীতীশের এক তৃতীয়াংশ প্রধানমন্ত্রী! বিজেপি ডেমোক্রেসি নয়, ডেমো-কুরসিতে বিশ্বাস করে। নরেন্দ্র মোদি অবকি বার ৪০০ পারের স্লোগান গিয়েছিলেন, তা পূরণ হয়নি...বিজেপি নেতারা ৩৭০-এর স্লোগান তুলেছিল, তা হয়নি! এমনকি নরেন্দ্র মোদি ৩০০-ও পার করতে পারেনি...সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয় হল, ১০ বছরে প্রথমবার এককভাবে ম্যাজিক ফিগার ২৭২-ও ছুঁতে পারেননি নরেন্দ্র মোদি। ২৪০-এ থামতে হয়েছে তাঁকে। কিন্তু পাল্টা কটাক্ষের সুরে মোদি বলছেন, কংগ্রেস তো গত তিনটি লোকসভায় ১০০ আসনে পর্যন্ত পৌঁছতে পারল না। ঘণ্টাখানেক সঙ্গে সুমন।