RG Kar News:মুখ্যমন্ত্রীর ফোন করাটা বড় ব্যাপার নয়, অপরাধীদের নিরাপত্তা দেয় মুখ্যমন্ত্রী:অগ্নিমিত্রা
ABP Ananda LIVE: আত্মহত্যা নয়, খুনই করা হয়েছে মহিলা চিকিৎসককে'। মিলেছে চিকিৎসককে যৌন নির্যাতনের প্রমাণ: লালবাজার সূত্র। নাক, মুখে জমাট রক্ত, গোপনাঙ্গে ক্ষতের চিহ্ন: সূত্র । 'মহিলা চিকিৎসকের শরীরের নানা জায়গায় একাধিক আঘাত'। '২ পা থেকেই রক্তপাত, মুখ, পেটে আঘাতের চিহ্ন'। শরীরে মিলল নখের আঘাতের চিহ্ন: সূত্র । 'বিছানায় ছড়িয়ে রক্ত, ছড়িয়ে ছিটিয়ে পড়ে ছিল চুল'। মৃতার গোপনাঙ্গ থেকেও রক্তপাত: হাসপাতাল সূত্র। মহিলা চিকিৎসকের ঠোঁট, ডান হাত, গোড়ালিতে আঘাতের চিহ্ন: সূত্র। 'মহিলা চিকিৎসকের অনামিকাতেও ক্ষত চিহ্ন'। ময়নাতদন্তের প্রাথমিক পর্যবেক্ষণে ছত্রে ছত্রে নির্যাতনের প্রমাণ: সূত্র । বিবস্ত্র অবস্থায় দেহ উদ্ধার, ঊর্ধাঙ্গে ছিল না পোশাক, কিছু দূরে নিম্নাঙ্গের পোশাক: সূত্র।
প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্য। রাতভর পিস ওয়ার্ল্ডেই শায়িত ৩ বারের মুখ্যমন্ত্রী। সকাল ১১টায় বিধানসভা ঘুরে দেহ যাবে আলিমুদ্দিনে। কাল চক্ষুদানের পর আজ এনআরএসে হবে দেহদান। প্রাক্তন মুখ্যমন্ত্রীর বয়স হয়েছিল ৮০ বছর। ২০০০-২০১১, টানা ১১ বছর মুখ্যমন্ত্রী ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। ফুসফুসের সমস্যা বা COPD-তে ভুগছিলেন। গতকাল সকাল ৮টা ২০-তে পাম অ্যাভিনিউয়ের বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বুদ্ধদেব ভট্টাচার্য। এদিন সকাল ১০.৩৫ মিনিটে বুদ্ধদেব ভট্টাচার্যর দেহ পিস ওয়ার্ল্ড থেকে বের করে শববাহী গাড়িতে তোলা হয়। এরপর নিয়ে যাওয়া হয় বিধানসভায়। সেখানে শেষ শ্রদ্ধা জানানোর পর, বুদ্ধদেব ভট্টাচার্যর দেহ নিয়ে যাওয়া হয়েছে সিপিএমের রাজ্য দফতর আলিমুদ্দিন স্ট্রিটের মুজফ্ফর আহমেদ ভবনে। '১৯৬১ সাল থেকে পরিচয় ছিল, ওঁর অভাব বিশেষভাবে অনুভব করছি' বললেন রাজ্যের প্রাক্তন অর্থমন্ত্রী অসীম দাশগুপ্ত।