ED: বালিগঞ্জে নির্মাণ সংস্থার অফিস থেকে ১ কোটি ৪০ লক্ষ টাকা উদ্ধারের বিস্ফোরক দাবি ইডির
ED: বালিগঞ্জে (Ballygunge) নির্মাণ সংস্থার অফিস থেকে ১ কোটি ৪০ লক্ষ টাকা উদ্ধারের বিস্ফোরক দাবি করল ইডি (ED)। প্রেস বিবৃতিতে কেন্দ্রীয় এজেন্সির দাবি, এটা বৃহত্তর ষড়যন্ত্র। এক প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব কয়লার (Coal scam) টাকা পাচারের চেষ্টা করছিলেন, দাবি ইডি-র। ব্যবসায়ী মনজিৎ সিং গ্রেওয়ালের (Manjit Singh Grewal) মাধ্যমে পাচারের চেষ্টা করা হচ্ছিল, দাবি ইডি-র। কয়লার টাকায় একটি সম্পত্তি কেনা হয়, খবর ইডি সূত্রে। ভবানীপুরের চক্রবেড়িয়া রোডে সেই ১০ কাঠা জমির বাজারদর ছিল ১২ কোটি টাকার বেশি। ডিডে দেখানো হয়, ওই জমি বাজার দরের থেকে কমে ৩ কোটি টাকায় কেনা হয়েছে। এই ৩ কোটি কয়লা পাচারের টাকা বলে মনে করছেন ইডি-র তদন্তকারীরা। কেন্দ্রীয় এজেন্সি সূত্রে খবর, গতকাল আলিপুরে (ALIPUR) এই জমি রেজিস্ট্রি হয়। সেই তথ্য জানার পরেই, বালিগঞ্জে নির্মাণকারী সংস্থা গজরাজ গ্রুপের(Gajraj Group) অফিসে অভিযান চালায় ইডি।