Train Accident: চক্রধরপুরে সরানো হচ্ছে দুর্ঘটনাগ্রস্ত মুম্বই-হাওড়া মেলের কামরা | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: দুর্ঘটনাগ্রস্ত মুম্বই(Mumbai)-হাওড়া মেলের (Howrah Mail)কামরা সরিয়ে ফেলার কাজ চলছে। সরানো হচ্ছে বেলাইন হওয়া মালগাড়ির বগিও। আজই অন্তত একটি লাইন দিয়ে ট্রেন চালানোর চেষ্টা করছে রেল কর্তৃপক্ষ। দুর্ঘটনায় আহত ৮ যাত্রী এখনও ভর্তি চক্রধরপুর হাসপাতালে।
গত এক বছরে একের পর এক ট্রেন দুর্ঘটনা। ২ জুন ২০২৩: বালেশ্বরে করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনায় ২৯৬ জনের মৃত্যু। ২৬ অগাস্ট ২০২৩: মাদুরাইয়ে ট্রেনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, ৪ জনের মৃত্যু। ১১ অক্টোবর ২০২৩: বিহারের বক্সারে দুর্ঘটনার কবলে দিল্লি-কামাখ্যা এক্সপ্রেস, মৃত ৫, আহত ৩০। ২৯ অক্টোবর ২০২৩: বিশাখাপত্তনমে দুই প্যাসেঞ্জার ট্রেনের সংঘর্ষে। ১৩ জনের মৃত্যু, আহত ৫০। ১৭ জুন, ২০২৪: দুর্ঘটনার কবলে কাঞ্চনজঙ্ঘা এক্সরপ্রেস, মৃত্যু ১০ জনের। ১৮ জুলাই, ২০২৪: চণ্ডীগড়-ডিব্রুগড় এক্সপ্রেস দুর্ঘটনা, মৃত ৩। ৩০ জুলাই, ২০২৪: হাওড়া-মুম্বই মেল দুর্ঘটনা, ২ জনের মৃত্যু।
'রাজ্যের সবথেকে গুরুত্বপূর্ণ সুপার-স্পেশালিটি হাসপাতাল কি এখন জন্তু-জানোয়ারের আখড়া?' নিজের এক্স হ্যান্ডলে ছবি পোস্ট করে প্রশ্ন দিলীপ ঘোষের। 'মেন ব্লকের ম্যাকেঞ্জি ওয়ার্ড এখন বেড়ালদের স্বর্গরাজ্য'। 'ওয়ার্ডের সর্বত্র বেড়াল ঘুরে বেড়াচ্ছে'। 'বেড়ালের মল-মূত্রে গোটা ওয়ার্ড নোংরা হয়ে আছে'।'বেড়ালরা রোগীদের খাবার খেয়ে নেয়, তাদের আঁচড়ে এমনকী কামড়েও দেয়'।'বারবার অভিযোগ জানিয়েও কোনও লাভ হয় না'। 'পশ্চিমবঙ্গের হাসপাতালে মানুষের কোনও জায়গা হয় না'। 'কিন্তু বেড়ালরা ঘুরে বেড়ায়, মানুষের হাসপাতালে কুকুরের ডায়ালিসিস হয়'। নিজের এক্স হ্যান্ডল পোস্টে কটাক্ষ দিলীপ ঘোষের।