প্রাণভিক্ষার আর্জি খারিজ সুপ্রিম কোর্টে, ফাঁসিই হবে নির্ভয়া কাণ্ডে দোষী মুকেশের
ফাঁসিই হতে চলেছে নির্ভয়া কাণ্ডে দোষী মুকেশ সিংহের। আজ মুকেশের প্রাণভিক্ষার আর্জি খারিজ করে দেয় সুপ্রিম কোর্ট। সর্বোচ্চ আদালত জানায়, সব দিক খতিয়ে দেখেই সিদ্ধান্ত নিয়েছেন রাষ্ট্রপতি। নির্ভয়া কাণ্ডে চার দোষীর মধ্যে মাত্র একমাত্র মুকেশ রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের কাছে প্রাণভিক্ষার আবেদন করে। রাষ্ট্রপতি তা খারিজ করে দিয়েছেন। রাষ্ট্রপতির এই সিদ্ধান্তের বিচারবিভাগীয় পর্যালোচনার দাবি তুলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল মুকেশ। সর্বোচ্চ আদালত প্রাণভিক্ষার আর্জি খারিজ করে দেওয়ায় মুকেশের সামনে আর কোনও আইনি পথ কোথা রইল না। শনিবার সকাল সাতটায় চার দোষীর ফাঁসি হওয়ার কথা। বৃহস্পতিবার তিহাড় জেলে যাচ্ছেন ফাঁসুড়েরা। ইতিমধ্যে ফাঁসিঘর পরিদর্শন করেছেন তিহাড় জেলের ডিজি।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)