(Source: ECI/ABP News/ABP Majha)
Petrol Price Hike: ভোট মিটতেই বাড়ল পেট্রল-ডিজেলের দাম, কলকাতায় কত? ABP Ananda Live
ABP Aand Live: লোকসভা ভোট মিটতেই বাড়ল পেট্রল-ডিজেলের দাম। লিটারপ্রতি পেট্রলের দাম ১ টাকা ১ পয়সা বেড়ে হয়েছে ১০৪ টাকা ৯৫ পয়সা। ডিজেলের দাম ১ টাকা বেড়ে লিটারপ্রতি ৯১ টাকা ৭৬ পয়সা হয়েছে। আজ থেকেই রাজ্যজুড়ে কার্যকর হল নতুন দাম। রাজ্যের করের কারণেই জ্বালানি তেলের দাম বেড়েছে বলে মনে করছে পেট্রল পাম্প মালিক সংগঠন। লোকসভা ভোটের আগে মার্চের মাঝামাঝি সময়ে প্রায় ২ টাকা দাম কমেছিল পেট্রল-ডিজেলের। বেআইনি পার্কিংয়ের বিরুদ্ধে বেহালার সরশুনায় পথে নামলেন প্রবীণরা। সরশুনা থানার সামনে বিক্ষোভ দেখান তারা। অন্য়দিকে, মুখ্য়মন্ত্রীর কড়া বার্তার পর ক্য়ামাক স্ট্রিটে নিজেদের পরিত্য়ক্ত ঘর ভেঙে দিল কলকাতা পুরসভা। বেআইনি পার্কিংয়ের প্রতিবাদে প্রবীণরা। নিজেদের পরিত্য়ক্ত ঘর ভাঙল KMC। কলকাতার দুই অংশে দুই ছবি। বেহালায় বেআইনি পার্কিংয়ের বিরুদ্ধে পথে নামলেন প্রবীণরা। ক্য়ামাক স্ট্রিটে নিজেদের পরিত্য়ক্ত ঘর ভেঙে দিল কলকাতা পুরসভা।