এক্সপ্লোর
Gas Cylinder Using Tips : কম না বেশি আঁচে রান্না করলে গ্যাস বেশি লাগে ? জানুন রান্নার শৈলী
Gas Cylinder Using Tips : আজকাল মানুষ প্রায়ই এলপিজি গ্যাসে খাবার রান্না করে। তবে ক্রমবর্ধমান মূল্যস্ফীতির যুগে বার বার সিলিন্ডার কেনা মধ্যবিত্ত পরিবারের বাজেটে টান ফেলেছে।
এই আঁচে রান্না করলে কম গ্যাস লাগবে।
1/7

অনেকেই জানেন না এই বিষয়ে। আমরা যখন একটি ছোট বার্নারে কম আঁচে খাবার রান্না করি, তখন এক ঘণ্টায় প্রায় 138 গ্রাম গ্যাস পুড়ে যায়। একটি বড় বার্নারে, এক ঘন্টায় 180 গ্রাম গ্যাস পোড়ে।
2/7

আজকাল মানুষ প্রায়ই এলপিজি গ্যাসে খাবার রান্না করে। তবে ক্রমবর্ধমান মূল্যস্ফীতির যুগে বারবার সিলিন্ডার কেনা মধ্যবিত্ত পরিবারের বাজেটে টান ফেলেছে। সেই ক্ষেত্রে কী করবেন আপনি। অনেকে অভিযোগ করেন, তাদের রান্নার গ্যাস দ্রুত শেষ হয়ে যায়, যার পরে তারা নতুন গ্যাস সিলিন্ডার কিনতে বাধ্য হন।
Published at : 27 Feb 2025 06:13 PM (IST)
আরও দেখুন






















