Governor Visit Assam: 'রাজ্যপাল মানসিক অবসাদগ্রস্ত একজন বৃদ্ধ', আক্রমণ কুণালের
আজ অসমের (Assam) শ্রীরামপুরে বিজেপি (BJP) কর্মী, সমর্থকদের সঙ্গে দেখা করতে যান রাজ্যপাল জগদীপ ধনকড় (Jagdeep Dhankhar)। তাঁর সঙ্গে ছিলেন কোচবিহারের বিজেপি সাংসদ নিশীথ প্রামাণিক (Nishith Pramanik) সহ বিজেপি নেতারা। বিজেপির দাবি, বাংলায় ভোট-পরবর্তী হিংসার কারণে বিজেপি কর্মীরা প্রাণ বাঁচাতে অসমে আশ্রয় নিয়েছে। আজ তাঁদের সঙ্গে দেখা করেন রাজ্যপাল। সাংবাদিক বৈঠকে তিনি বলেন, বাংলার পরিস্থিতি ভয়াবহ। প্রশাসনের উচিত সদর্থক পদক্ষেপ নেওয়া। তাঁর মন্তব্যের প্রেক্ষিতে তৃণমূল কংগ্রেসের (TMC) মুখপাত্র কুণাল ঘোষ (Kunal ghosh) বলেন, 'রাজ্যপাল মানসিক অবসাদগ্রস্ত একজন বৃদ্ধ। রাজ্যপাল সাংবিধানিক পদের অবমাননা করে ভোটের আগে পরিবর্তনের ডাক দিয়েছিলেন। তাঁর উচিত ছিল ভোটের ফল ঘোষণার পর ইস্তফা দেওয়া। উনি বিজেপির প্রতিনিধির ভূমিকা পালন করছেন।'
![Kolkata News: সেন্ট্রাল অ্যাভিনিউয়ের পর এবার দমদম, ফের লুঠের অভিযোগ। কেন বারবার টার্গেট বয়স্করা?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/17/d8041f5021c1a27d0bf5c71da4dc4f501739783084213967_original.jpg?impolicy=abp_cdn&imwidth=470)
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)