Euro Cup Final 2021: ফাইনাল ম্যাচে ইতালি সমতা ফেরানোর পরেই স্টেডিয়ামের বাইরে অশান্তি
EURO 2020 Final : ম্যাচে ইতালি সমতা ফেরানোর পরেই স্টেডিয়ামের বাইরে অশান্তি। হোম নয়, কাপ শেষপর্যন্ত গেল রোমে। ইউরো সেরার লড়াইয়ে চ্যাম্পিয়ন ইতালি। রবিবার রাতে ওয়েম্বলিতে ইউরো ফাইনালে রুদ্ধশ্বাস ডুয়েল। টাইব্রেকারে ইংল্যান্ডকে ৩–২ ব্যবধানে হারিয়ে দ্বিতীয়বার ইউরো সেরার তাজ উঠল আজুরি দের মাথায়।
ওয়েম্বলি স্টেডিয়ামে ইতিহাস তৈরি করা হল না ইংল্যান্ডের। পুরো ৬৫ মিনিট পিছিয়ে থাকার পরেও দুরন্ত প্রত্যাবর্তন ঘটাল ইতালি। নির্ধারিত সময়ে ম্যাচের ফয়সালা না হওয়ায় অতিরিক্ত সময়ের খেলা হয়। সেখানেই আর কোনও গোল না হওয়ায় ম্য়াচ গড়ায় টাইব্রেকারে। যেখানে ৩-২ গোলে ইংল্যান্ডকে হারিয়ে দ্বিতীয়বারের জন্য ইউরোপের সেরা দলের স্বীকৃতি ছিনিয়ে নিল ইতালি।
ম্য়াচের কিক অফের ২ মিনিটের মাথায় এগিয়ে যায় ইংল্যান্ড। লুক শ গোল করেন। ইউরো কাপের ফাইনালে যা দ্রুততম। প্রথমার্ধ শেষ হয় ইংল্যান্ড ১-০ ব্যবধানে এগিয়ে থাকা অবস্থায়। ৬৭ মিনিটে কর্নার থেকে হেডে গোল করে ইতালিকে সমতায় ফেরান লিওনার্দো বোনুচ্চি। শেষে টাইব্রেকারে ৩-২ গোলে জয়ী ইতালি।