Maruti Suzuki: ২০০৫-এর পর আবার নতুনরূপে এসেছে মারুতি সুইফট, নয়া মডেলে সেরা বদল কোনটা ?
Maruti Swift Cars: Z সিরিজের তিনটে সিলিন্ডারযুক্ত ইঞ্জিন এসে জুড়েছে মারুতি সুজুকির সুইফট ২০২৪ মডেলে। হাইব্রিড সিস্টেমের থেকেও এই ফিচার্সটি অনেক বেশি গুরুত্বপূর্ণ এক্ষেত্রে।
সোমনাথ চট্টোপাধ্যায়: সেই ২০০৫ সালে মারুতি সুজুকি (Maruti Suzuki Swift 2024) বাজারে এনেছিল সুজুকি সুইফটের মডেল। আর এটাই মারুতির কাছে সবথেকে জনপ্রিয় ও বাজারসফল পণ্য হয়ে উঠেছে। আর তাই মারুতি সুজুকি এই সুইফটের আরও একটি নয়া ভার্সন বাজারে আনল। পুরনো মডেলের তুলনায় কিছু সামান্য বদল করা হয়েছে এই মারুতি সুজুকি গাড়িতে। দেখা যাক কোন কোন ফ্যাক্টরগুলি বদলে গিয়েছে।
নতুন ইঞ্জিন
Z সিরিজের তিনটে সিলিন্ডারযুক্ত ইঞ্জিন এসে জুড়েছে মারুতি সুজুকির সুইফট ২০২৪ মডেলে। হাইব্রিড সিস্টেমের থেকেও এই ফিচার্সটি অনেক বেশি গুরুত্বপূর্ণ এক্ষেত্রে। নতুন সুইফটের (Maruti Suzuki Swift 2024) দক্ষতাও অনেক বেশি। এক লিটার তেলে এই গাড়ি যায় ২৫ কিমি। এএমটি অটোমেটিক আছে, তাঁর সঙ্গে আছে নতুন গিয়ারবক্স। এই ইঞ্জিনে টর্কও বেশ ভাল উৎপন্ন হয়।
বেশি নিরাপত্তা
নিরাপত্তাজনিত ফিচার্সের মধ্যে ৬টা এয়ারব্যাগ, ইএসসি তো আছেই। নতুন সুইফটের ওজন এর আগেরটির থেকে বেশ অনেকটাই বেশি। এটি তৈরি হয়েছে অনেক বেশি হাই টেনসাইল স্টিল দিয়ে। এখনও পর্যন্ত এর ক্র্যাশ টেস্টের স্কোর জানা যায়নি। যদিও এই স্কোর গাড়ির নিরাপত্তার ক্ষেত্রে অনেক গুরুত্ব রাখে।
অনেক বেশি প্র্যাক্টিক্যাল এবং ফিচার্স বহুল
স্পেসের কথা বলতে গেলে এর বুট ক্যাপাসিটিতে কোনও বদল হয়নি। এই নতুন সুইফট ২০২৪-এ (Maruti Suzuki Swift 2024) বড় রিয়ার ক্যামেরা, স্ক্রিন তাঁর সঙ্গে বড় কাপ হোল্ডার, বুট লোডিং লিপ অনেকটাই কম লাগেজ ড্রপের তুলনায়। ফিচার্সের দিক থেকে বড়সড় একটা ৯ ইঞ্চির স্ক্রিন রয়েছে এই নতুন সুইফটে। রিয়ার এসি ভেন্ট এবং স্মার্টফোন কানেক্টিভিটি রয়েছে এই গাড়িতে।
ডিজাইনে আপডেট
ডিজাইনের দিক থেকে মারুতি সুজুকি সুইফটের যে আকার তা হুবহু বজায় রেখেছে যা কিনা গ্রিন বদলে দিয়েছে শুধু। হেডল্যাম্প, রিয়ার ডোর হ্যান্ডলের মত এমন কিছু কিছু ফিচার্স এসে জুড়ে গিয়েছে যাতে এটিকে অনেকটাই প্রিমিয়াম বলে মনে হয়।
দাম
আগের সুইফটের (Maruti Suzuki Swift 2024) থেকে এর দাম অনেকটাই বেড়েছে। তবে এবার গাড়িতে এসেছে অনেক স্ট্যান্ডার্ড ইকুইপমেন্ট। নতুন সুইফট ২০২৪-এর দাম ধার্য করা হয়েছে ৬.৪ লাখ টাকা। আর সুইফট ২০২৪-এর টপ এন্ড ভার্সনের জন্য দাম রাখা হয়েছে ৯.৪ লাখ টাকা। তবে এর প্রতিদ্বন্দ্বীদের থেকে দাম খানিক বেশি হলেও ফিচার্সও খানিক বেশিই আছে মারুতি সুজুকি সুইফট ২০২৪ মডেলে।
আরও পড়ুন: Maruti Suzuki Swift 2024: ভারতে এল নতুন মারুতি সুজুকি সুইফট, কেমন দেখতে ; দেখুন ছবি