(Source: ECI/ABP News/ABP Majha)
Ration Card: রেশন কার্ড সংক্রান্ত সমস্যার সহজ সমাধান,এখন এই কাজগুলি হবে আরও সহজে
E-Ration Card: জেনে নিন, কীভাবে ডিজিটাল রেশন কার্ড (Digital Ration Card) না থাকলেও এই কাজগুলি করতে পারবেন আপনি।
E-Ration Card: ঘরে বসেই হয়ে যাবে রেশন কার্ড (Ration Card) সংক্রান্ত বহু সমস্যার সমাধান। মাত্র এক ক্লিকেই এই সমস্যা থেকে পাবেন মুক্তি। জেনে নিন, কীভাবে ডিজিটাল রেশন কার্ড (Digital Ration Card) না থাকলেও এই কাজগুলি করতে পারবেন আপনি।
Digital Ration Card: এখন করতে হবে না এই কাজগুলি
১ এখন থেকে পুরনো ডিজিটাল রেশন কার্ডের পরিবর্তে নতুন ডিজিটাল রেশন নিতে ফুড ইনস্পেক্টরের অফিসে যেতে হবে না আপনাকে। সেই ক্ষেত্রে ফর্ম ৫ পূরণ করতে হবে না।
২ এবার ডুপ্লিকেট রেশন কার্ড করতে নতুন করে আবেদন করতে হবে না। সেই ক্ষেত্রে ফর্ম ৯ পূরণ করতে হবে না আপনাকে।
৩ এমনকি ডিজিটাল রেশন কার্ডে প্রিন্টেড ফুড স্টিকার লাগানোর জন্য নতুন করে ফুড ইনস্পেক্টরের অফিসে যেতে হবে না।
Ration Card: কীভাবে হবে সমস্যার সমাধান ?
সামান্য E-Ration Card ডাউনলোড করেই এই সব সমস্যার সহজ হয়ে যাবে আপনার। পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য দফতরের সরকারি সাইট ভিজিট করলেই এই কাজ সম্পন্ন হবে আপনার। আপনি চাইলে এটি প্রিন্ট করিয়ে ল্যামিনেট করতে পারবেন।
E-Ration Card Update: রেশন কার্ড হাতে না পেলে চিন্তা নেই। এসে গেছে ই-রেশন কার্ড(E-Ration Card)। আপনার ডিজিটাল রেশন কার্ডের আবেদন মঞ্জুর না হলেও ভয় পাবেন না। এই সহজ উপায়ে এক ক্লিকেই হাতে আসবে আপনার E-Ration Card। বর্তমানে যা ডিজিটাল রেশন কার্ডের (Digital Ration Card) সমতুল্য।
E-Ration Card -এর জন্য কীভাবে আবেদন করবেন ?
১ কারও যদি ডিজিটাল রেশন কার্ড (Digital Ration Card)না থাকে তাহলে সেই ব্যক্তি নতুন করে ই-রেশন কার্ডের জন্য আবেদন করতে পারবেন।
এই কাজ করতে প্রথমে www.food.wb.in -এ গিয়ে সার্ভিসেস মেনুতে ক্লিক করুন। এবার নতুন রেশন কার্ড পেতে Ration Card অপশনে ক্লিক করতে হবে আপনাকে।
২ কারও যদি ডিজিটাল রেশন কার্ড না থাকে সেই ক্ষেত্রে আপনি অফলাইনে ফুড ইনস্পেকটরের অফিসে গিয়ে নতুন ই-রেশন কার্ডের জন্য আবেদন করতে পারেন।
যাদের মোবাইল নম্বর বর্তমান ডিজিটাল রেশন কার্ডের সঙ্গে যুক্ত রয়েছে- তাদের www.food.wb.in -এ গিয়ে মোবাইল নম্বর দিয়ে লগ ইন করতে হবে। এবার তার মোবাইলে একটি OTP আসবে। এখানে আপনাকে ফর্ম ১১ পূরণ করতে হবে। যা ডিজিটাল রেশন কার্ডের সঙ্গে আধার ও মোবাইল নম্বরকে লিঙ্ক করাবে। এবার আপনার আবেদন গ্রাহ্য হলে মোবাইলে এসএমএস-এর মাধ্যমে জানতে পারবেন।
৩ যাদের ডিজিটাল রেশন কার্ডের সঙ্গে মোবাইল নম্বর যুক্ত নেই-তাদের ফুড ইনস্পেকটরের অফিসে গিয়ে ফর্ম ১১ (যা ডিজিটাল রেশন কার্ডের সঙ্গে আধার ও মোবাইল নম্বরকে লিঙ্ক করাবে)। এই ক্ষেত্রেও কর্তৃপক্ষের সম্মতি আপনাকে SMS-এর মাধ্যমে জানানো হবে।
E-Ration Card Update: রেশন কার্ড হাতে পাননি ? আছে এই উপায়