Mutual Fund: ১৫ হাজারের SIP-তেই জমাতে পারবেন ৫০ লাখ টাকা, এই ৫ ফান্ড দিয়েছে বিপুল মুনাফা
Mutual Fund SIP: মূলত তিন ধরনের মিউচুয়াল ফান্ড রয়েছে বাজারে- লার্জক্যাপ ফান্ড, মিডক্যাপ ফান্ড এবং স্মলক্যাপ ফান্ড। এর মধ্যে বাজারে তালিকাভুক্ত সেরা ১০০ সংস্থার স্টকে বিনিয়োগ করে লার্জক্যাপ ফান্ড।
Mutual Fund SIP: সরাসরি স্টকে বিনিয়োগ করতে অনেকেই ভয় পান, তার জন্য পড়াশোনা করা বা চর্চা করারও দরকার পড়ে। সময় দিতে হয় অনেকটাই। ফলে ব্যস্ততার কারণে অনেকেই বিনিয়োগের ক্ষেত্রে মিউচুয়াল ফান্ডকে প্রাধান্য দেয়। এমন অনেক মিউচুয়াল ফান্ড (Large Cap Fund) আছে যারা দীর্ঘমেয়াদে দারুণ রিটার্ন (Mutual Fund SIP) দিয়েছে। এদের মধ্যে লার্জক্যাপ মিউচুয়াল ফান্ডে ঝুঁকি তুলনায় অনেক কম, কিন্তু এই ধরনের ফান্ডেও দারুণ রিটার্ন এসেছে। এমনই একটি লার্জক্যাপ ফান্ডে মাসে ১৫ হাজারের SIP করেই ১০ বছরে আপনার ৫০ লাখ টাকা রিটার্ন আসত। কোন কোন ফান্ডে এত মুনাফা হল ?
মূলত তিন ধরনের মিউচুয়াল ফান্ড রয়েছে বাজারে- লার্জক্যাপ ফান্ড, মিডক্যাপ ফান্ড এবং স্মলক্যাপ ফান্ড। এর মধ্যে বাজারে তালিকাভুক্ত সেরা ১০০ সংস্থার স্টকে বিনিয়োগ করে লার্জক্যাপ ফান্ড। ফলে অন্য দুটি ফান্ডের তুলনায় এর ঝুঁকি তুলনায় অনেক কম। রিটার্নও অনেক কম। AMFI-এর নির্দেশ অনুসারে লার্জ ক্যাপ ফান্ডগুলি তাদের সম্পদের ৮০ শতাংশ লার্জক্যাপ স্টকে বিনিয়োগ করে।
Nippon India Large Cap Fund Direct Plan Growth
লার্জক্যাপ ফান্ডের গোত্রে এই ফান্ডটি রয়েছে এক নম্বরে অর্থাৎ রিটার্নের দিক থেকে শীর্ষে রয়েছে। ১০ বছরের SIP-তে এই ফান্ডে বার্ষিক ১৯.৫৫ শতাংশ রিটার্ন মিলেছে। এই ফান্ডের পোর্টফোলিওতে রয়েছে মোট ৬৩টি স্টক। এই ফান্ডে ১০ বছর ধরে মাসে ১৫ হাজারের SIP করলে আজ রিটার্ন পেতেন ৫০ লাখ ৪৪ হাজার টাকা।
ICICI Prudential Bluechip Fund Direct Plan Growth
এই ফান্ডে বার্ষিক ১৮.৫৮ শতাংশ রিটার্ন এসেছে ১০ বছরের মেয়াদে। এই ফান্ডের সেরা স্টকের মধ্যে রয়েছে ICICI Bank, RIL, Larsen & Turbo ইত্যাদি। এই ফান্ডে ১৫ হাজার টাকার SIP করলে আজ আপনার হাতে থাকতো ৪৭ লাখ ৮৪ হাজার টাকা। ১০ বছরে মিলত বিপুল রিটার্ন।
Baroda BNP Paribas Large Cap Fund - Direct Plan - Growth
তালিকায় ৩ নম্বরে রয়েছে এই ফান্ড। ১০ বছরে মাসিক ১৫ হাজারের SIP-তে রিটার্ন এসেছে ৪৭ লাখ ৬৩ হাজার ৯০৩ টাকা। বার্ষিক ১৮.৫০ শতাংশ রিটার্ন এসেছে এই ফান্ডে।
Canara Robeco Bluechip Equity Fund - Direct Plan – Growth
চতুর্থ স্থানে রয়েছে এই ফান্ডটি যাতে বার্ষিক ১৮.২৯ শতাংশ রিটার্ন দিয়েছে ১০ বছরের মেয়াদে। এই ফান্ডের পোর্টফোলিওতে রয়েছে মোট ৫৪টি স্টক। এই ফান্ডে ১০ বছর ধরে ১৫ হাজারের SIP করে গেলে আজকের দিনে ৪৭ লাখ ১০ হাজার ৮৮৭ টাকা রিটার্ন পেতেন।
Invesco India Largecap Fund - Direct Plan – Growth
সবশেষে রয়েছে এই ফান্ডের নাম যেখানে বিনিয়োগে ১০ বছরে আপনি বার্ষিক ১৮.১১ শতাংশ হারে রিটার্ন পেতেন। ৪৯টি স্টক রয়েছে এই ফান্ডের পোর্টফোলিওতে। ১০ বছর ধরে মাসিক ১৫ হাজার টাকার SIP করলে আজকের দিনে ৪৬ লাখ ৬৬ হাজার ৩৬২ টাকা রিটার্ন পেতেন আপনি।
( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)
আরও পড়ুন: Fixed Deposit: SBI-এর এই স্কিমে মিলছে বেশি সুদ, ১০ লাখ বিনিয়োগে কত রিটার্ন পাবেন ?