RBI Repo Rate: রেপো রেটে কোনো বদল নেই, EMI-এর চাপ কমবে কবে ?
RBI MPC Meeting: এই নিয়ে পরপর এগারোবার রেপো রেট একই রাখল ভারতের রিজার্ভ ব্যাঙ্ক। এবারের একাদশতম মুদ্রানীতির বৈঠক শেষে রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাস জানান, রেপো রেট এবারেও একই থাকছে।
Shaktikanta Das: এই নিয়ে পরপর এগারোবার রেপো রেট একই রাখল ভারতের রিজার্ভ ব্যাঙ্ক। এবারের একাদশতম মুদ্রানীতির বৈঠক শেষে রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাস জানান, রেপো রেট এবারেও একই থাকছে। কোনও বদল নেই এবারেও। ৬.৫ শতাংশ থাকছে রেপো রেট। আর এই সুদের হারে (Lending Interest Rate) কোনো বদল না আসায় ব্যাঙ্কগুলিতেও ঋণের (RBI Repo Rate) উপর সুদের হার একই থাকবে। এখনই কমবে না ইএমআইয়ের বোঝা। মুদ্রানীতির বৈঠকে ৬ জন সদস্যের মধ্যে ৪:২ মতামতের সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতেই এই সিদ্ধান্ত (RBI MPC Meeting) নেওয়া হয়েছে বলে জানান শক্তিকান্ত দাস। বলাই বাহুল্য ২০২৩ সালের ফেব্রুয়ারি মাসের পর থেকে কেন্দ্র সরকারের পক্ষ থেকে রেপো রেটে কোনো বদল করা হয়নি।
মুদ্রাস্ফীতির উপর নিয়ন্ত্রণের সঙ্গে সমৃদ্ধির দিকে নজর
রিজার্ভ ব্যাঙ্কের একাদশতম মুদ্রানীতির বৈঠক শুরু হয়েছিল বিগত ৪ ডিসেম্বর, তিনদিনের এই বৈঠক শেষে সিদ্ধান্ত জানান রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাস। এবারেও রেপো রেটে কোনো বদল আনা হয়নি। শক্তিকান্ত দাস জানান যে তাদের লক্ষ্য হল দেশে মুদ্রাস্ফীতির হার কমানো এবং এর পাশাপাশি সমস্ত পণ্যের দাম স্থিতিশীল রেখে দেশের বৃদ্ধি সমৃদ্ধি বজায় রাখা। রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর জানান যে এখন দেশে পণ্যের দাম স্থিতিশীল রাখাটাই সবথেকে বেশি জরুরি, একইসঙ্গে দেশের সমৃদ্ধি বজায় রাখার দিকেও নজর দিতে হবে।
জুলাই থেকে সেপ্টেম্বরের ত্রৈমাসিকে বাজারের গতি হারিয়েছে, আর তাই বিনিয়োগকারীরা এই রিজার্ভ ব্যাঙ্কের মুদ্রানীতির বৈঠকের সিদ্ধান্তের উপর নজর রেখেছিলেন। কিন্তু এবারেও রেপো রেটে বদল না আসায় স্বাভাবিকভাবে আশাহত হয়েছেন তারা। ২০২৩ সালের এপ্রিল মাস থেকেই রেপো রেটে কোনো বদল আসেনি, তার আগে ২০২২ সালের মে মাস থেকে ধরলে পরপর ৬ বার রেপো রেট বাড়ানো হয়েছে ২৫০ বেসিস পয়েন্ট। জুলাই থেকে সেপ্টেম্বরের ত্রৈমাসিকে যে গ্রোথ টার্গেট ছিল ৭.৩ শতাংশ, তা এবারের বৈঠকে এই ফিসক্যাল ইয়ারের জন্য কমিয়ে আনা হয়েছে ৬.৬ শতাংশে। প্রতি দুই মাস অন্তর আয়োজিত হয় রিজার্ভ ব্যাঙ্কের এই মুদ্রানীতির বৈঠক।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।