Hyryder vs Creta vs Seltos: টয়োটা আর্বান ক্রুজার হাইরাইডারের সঙ্গে হুন্ডাই ক্রেটা এবং কিয়া সেলটসের ফারাক কোথায়, মিলই বা কী কী
Toyota Urban Cruiser Hyryder: টয়োটা আর্বান ক্রুজার হাইরাইডারের সঙ্গে হুন্ডাই ক্রেটা এবং কিয়া সেলটস গাড়ির তুলনামূলক আলোচনা দেখে নিন।
কলকাতা: সদ্যই ভারতে টয়োটা (Toyota) সংস্থা তাদের নতুন এসইউভি (SUV) গাড়ির লুক এবং ডিজাইন প্রকাশ করেছে। ভারতে লঞ্চ হতে চলেছে টয়োটা আর্বান ক্রুজার হাইরাইডার (Toyota Urban Cruiser Hyryder)। কী কী ফিচার নিয়ে এই গাড়ি লঞ্চ হতে চলেছে তার ধারণা পাওয়া গিয়েছে। হুন্ডাই ক্রেটা (Hyundai Creta) এবং কিয়া সেলটসের (Kia Seltos) মতো টয়োটার এই গাড়িও জনপ্রিয় কমপ্যাক্ট এসইউভি হতে চলেছে বলে মনে করা হচ্ছে। এমনিতেই এখন ভারতের বাজারে হুন্ডাই ক্রেটা এবং কিয়া সেলটস বেস্ট সেলিং কমপ্যাক্ট এসইউভির (Compact SUV) খেতাব পেয়েছে। একনজরে এই তিন গাড়ির বেসিক ফিচারগুলো দেখে নেওয়া যাক।
বিগ হুইল- এই তিনটি এসইউভি গাড়িতেই রয়েছে বিগ হুইল ফিচার। টয়োটা এবং হুন্ডাইয়ের ক্ষেত্রে ১৭ ইঞ্চির হুইল বা চাকা দেখা যাবে। অন্যদিকে কিয়া সেলটসের ক্ষেত্রে ১৮ ইঞ্চির ভ্যারিয়েন্টও রয়েছে বলে জানা গিয়েছে। এর পাশাপাশি ডুয়ালটোন ফিচার এবং এলইডি লাইটিংও রয়েছে এই তিনটি এসইউভিতে।
হাইরাইডার এবং ক্রেটা মডেলে গাড়ির ভিতরের ফিচার- মূলত একটি হেড আপ ডিসপ্লে, ক্লাইমেট কন্ট্রোল, ৩৬০ ডিগ্রি ক্যামেরা, ৯ ইঞ্চি স্ক্রিন, কানেক্টেড টেকনোলজি, প্যানোর্যামিক সানরুফ, ওয়্যারলেস চার্জার, রিক্লাইনিং রেয়ার সিট, লেদার্ড ভেন্টিলেটেড সিট, রেয়ার এসি ভেন্ট, ছয়টি এয়ারব্যাগ--- এইসব ফিচার নিয়ে টয়োটা হাইরাইডার এবং হুন্ডাই ক্রেটা মডেলের মধ্যে তুলনা সম্ভব। উল্লিখিত সমস্ত ফিচারই হাইরাইডার মডেলে রয়েছে। এর পাশাপাশি ক্রেটা গাড়িতেও রয়েছে প্যানোর্যামিক সানরুফ। তার সঙ্গে যুক্ত রয়েছে আধুনিক প্রযুক্তি। এছাড়াও রয়েছে রেয়ার ভিউ ক্যামেরা, ক্লাইমেট কন্ট্রোল, ওয়্যারলেস চার্জিং সাপোর্ট, একটি এয়ার পিউরিফায়ার এবং সিট ভেন্টিলেশন। কিয়া সেলটস মডেলে রয়েছে ভেন্টিলেডেট সিট, ওয়্যারলেস চার্জিং, কানেক্টেড কার টেকনোলজি, এয়ার পিউরিফায়ার এবং অন্যান্য অনেক ফিচার।
ইনফোটেনমেন্ট সিস্টেম এবং টাচ স্ক্রিন- সেলটস এবং ক্রেটা গাড়িতে রয়েছে একটি ১০.২৫ ইঞ্চির স্ক্রিন। আর টয়োটা হাইরাইডার গাড়িতে রয়েছে একটি ৯ ইঞ্চির স্ক্রিন।
ইঞ্জিন- ক্রেটা মডেলে রয়েছে ১.৫১ পেট্রোল ইঞ্জিন। তার সঙ্গে রয়েছে ১.৫১ ইঞ্চির ডিজেল ইঞ্জিনও। কিয়া সেলটস গাড়িতেও রয়েছে একই ইঞ্জিন। এর পাশাপাশি টয়োটা আর্বান ক্রুজার হাইরাইডার গাড়িতে রয়েছে একটি ১.৫১ পেট্রোল ইঞ্জিন।
দাম- টয়োটা হাইরাইডার গাড়ির দাম অগস্ট মাসে প্রকাশিত হবে বলে শোনা গিয়েছে। অনুমান, দামের নিরিখেও হুন্ডাই ক্রেটা এবং কিয়া সেলটস মডেলের সঙ্গে জোরদার পাল্লা দেবে টয়োটার নতুন গাড়ি।
আরও পড়ুন- যা্ত্রী সুরক্ষার পাশে উন্নত প্রযুক্তি, এই ২০টি বৈশিষ্ট্য রয়েছে নতুন মহিন্দ্রায়