Bowbazar Metro: কাজ এগোল আরও ধাপ, পরীক্ষায় উতরোলেই বৌবাজারের নিচ দিয়ে ছুটবে মেট্রো
Howrah to Sector V Metro: যাত্রীবোঝাই মেট্রোর রেক চললে এই এলাকার মাটির ঘনত্ব ও স্থিতিস্থাপকতার কতটা বদল হচ্ছে তা মাপা হবে এই পরীক্ষার মাধ্যমে।
অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা: ফাইনালের আগে সেমিফাইনাল টেস্টের মুখে ইস্ট ওয়েস্ট মেট্রোর বহু আলোচিত বৌবাজার (Bowbazar Metro) চত্বরের সুড়ঙ্গ। এই জায়গার নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে শুরু হল জিও ফিজিক্যাল টেমোগ্রাফিক সার্ভে।
৩১ অগাস্ট, ২০১৯বউবাজারের দুর্গাপিতুরি লেন ও স্যাঁকরাপাড়া লেনে ধসে যায় বহু বাড়ি। একের পর এক বাড়িতে ধরে ফাটল। ১১ মে, ২০২২ ৩ বছর পর একই আতঙ্ক ফিরে আসে বউবাজারে। সুড়ঙ্গে কাজ চলাকালীন, ফাটল ধরে দুর্গাপিটুরি লেনের একাধিক বাড়িতে। ৫ সেপ্টেম্বর, ২০২৪ দ্বিতীয় বিপর্যয় কাটিয়ে ওঠার আগেই ধেয়ে আসে তৃতীয় বিপর্যয়। নির্মীয়মাণ টানেলের দেওয়াল ফেটে ঢুকতে শুরু করে জল। বউবাজারের দুর্গা পিতুরি লেনে নির্মীয়মাণ ইস্ট-ওয়েস্ট মেট্রো প্রকল্পে বিপর্যয় ঘিরে বার বার ফিরে এসেছে আতঙ্ক। বার বার ছাদ হারিয়েছেন এলাকার বাসিন্দারা। আতঙ্কের সেই দিনরাত্রি কাটিয়ে এবার আলো দেখার পালা। ৫ বছর পর স্বস্তির নিশ্বাস ফেললেন বাসিন্দারা।
ঠিক কী হবে এই পরীক্ষায়?
যাত্রীবোঝাই মেট্রোর রেক চললে এই এলাকার মাটির ঘনত্ব ও স্থিতিস্থাপকতার কতটা বদল হচ্ছে তা মাপা হবে এই পরীক্ষার মাধ্যমে। মাটির ঘনত্ব ও স্থিতিস্থাপকতার বড়সড় বদল না হলে এই অংশে বাণিজ্যিক যাত্রা নিরাপদ বলেই মনে করবে KMRCL কর্তৃপক্ষ। সেমিফাইনালে পাস করলে নির্মাণ ছাড়া অন্য কাজ শেষ করা হবে। কাজ শেষের পরে কমিশনার অফ রেলওয়ে সেফটির পরীক্ষায় বসবে বৌবাজার চত্বরের সুড়ঙ্গ মধ্যে দিয়ে চলা মেট্রো। তাতে পাস করলেই মিলবে যাত্রী পরিবহণের সবুজ সংকেত।
ইস্ট-ওয়েস্ট প্রকল্পে এখন একদিকে মেট্রো চলে হাওড়া ময়দান থেকে ধর্মতলা এবং অন্যদিকে শিয়ালদা থেকে সেক্টর ফাইভ। শিয়ালাদা থেকে এসপ্ল্যানেড পর্যন্ত প্রায় আড়াই কিমি এলাকার কাজ নিয়েই ছিল সমস্যা। সমস্যা কাটায় মেট্রো চালু হলে এবার হাওড়া থেকে সরাসরি যাওয়া যাবে সেক্টর ফাইভ। গতবছরই নির্মাণকারী সংস্থা KMRCL জানিয়েছিল, বউবাজারে মেট্রো প্রকল্পে সুড়ঙ্গের কাজ শেষ। আর কোনও বিপর্যয়ের আশঙ্কা নেই। এই ঘোষণার কয়েকদিনের মধ্যেই ফের এল সেমিফাইনাল টেস্টের পর্যায়। এবার শুরু হল নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখার কাজ।