আর পুলিশ নয় ! এবার RG করের নিরাপত্তার দায়িত্বে CISF, সুপ্রিম নির্দেশ
RG Kar Case : নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। আর জি কর হাসপাতালে নিরাপত্তার দায়িত্ব নিল সিআইএসএফ।
সৌভিক মজুমদার, বিজেন্দ্র সিংহ, নয়াদিল্লি: ডাক্তার ছাত্রীর নৃশংস হত্যাকাণ্ডের পর থেকেই রাজ্য়ের সরকারি মেডিক্যাল কলেজগুলির পরিকাঠামোয় গলদের অভিযোগ প্রকট থেকে প্রকটতর হচ্ছে। প্রশ্ন উঠেছে কর্মরত চিকিৎসক, নার্স এবং স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা নিয়েও। এই পরিস্থিতিতে RG করের নিরাপত্তায় উল্লেখযোগ্য পদক্ষেপ করল শীর্ষ আদালত। আর জি কর হাসপাতালে নিরাপত্তার দায়িত্ব এবার নেবে সিআইএসএফ। এমনটাই নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। আর জি কর হাসপাতালে নিরাপত্তার দায়িত্ব নিল সিআইএসএফ।
আর জি কর-কাণ্ডে এদিন পুলিশের ভূমিকায় তীব্র অসন্তোষ প্রকাশ করেন প্রধান বিচারপতি। স্বাধীনতা দিবসের মধ্যরাতে আর জি কর মেডিক্যালে ভাঙচুরের ঘটনায়, বৃহস্পতিবারের মধ্যে রাজ্য সরকারের থেকে রিপোর্ট তলব করে সুপ্রিম কোর্ট। কীভাবে শান্তিপূর্ণ আন্দোলনের মাঝে এমন দুষ্কৃতী হামলা ঘটল, প্রশ্ন করেন বিচারপতি।
আদালতের তরফে চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ও নার্সদের সুরক্ষার স্বার্থে সবকটি হাসপাতালে কয়েকটি ব্যবস্থা গ্রহণ বলা হয়েছে। যেমন , হাসপাতালের সামনে স্ক্রিনিং করতে হবে । কারা ঢুকছে বা বের হচ্ছে দেখবেন প্রশিক্ষিত নিরাপত্তা কর্মীরা। এছাড়া ডিউটিতে থাকা চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের জন্য বিশ্রাম কক্ষের ব্যবস্থা করতে হবে। নিরাপত্তার স্বার্থে বায়োমেট্রিক লগ ইনের ব্যবস্থা রাখতে হবে। কোনও নেশাগ্রস্ত ব্যক্তিকে হাসপাতালে ঢোকার অনুমতি দেওয়া যাবে না। হাসপাতালের প্রতিটি জায়গায় যথেষ্ট আলো থাকতে হবে। এছাড়া, যে সব চিকিৎসকরা হাসপাতালের বাইরে থাকেন, তাঁদের রাত ১০ টা থেকে সকাল ৬ টা পর্যন্ত ড্রপের ব্যবস্থা করতে হবে। অ্যাক্রিডিটেশনের জন্য এই মানদণ্ডগুলি মেনে চলতে হবে।
চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহারের আবেদনও জানিয়েছে সর্বোচ্চ আদালত। আন্দোলনকারী চিকিৎসকদের আশ্বস্ত করে সুপ্রিম কোর্ট জানিয়েছে, তাঁদের উদ্বেগের জায়গাগুলি সর্বোচ্চ আদালত সর্বাধিক গুরুত্বের সঙ্গে গ্রহণ করেছে।
মঙ্গলবার সুপ্রিম কোর্ট এই বিষয়ে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ পেশ করে। বাংলায় সরকারি হাসপাতালে এই ঘটনাকে ভয়াবহ বলে ব্যাখ্যা করে শীর্ষ আদালত। প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় এদিন সিবিআইকে বৃহস্পতিবারের মধ্যে সুপ্রিম কোর্টে তদন্তের স্টেটাস রিপোর্ট জমা দিতে বলেন। ওই দিনই মামলার পরবর্তী শুনানি।
আরও পড়ুন :
আন্দোলনকারী ডাক্তারদের কাজে যোগ দিতে অনুরোধ শীর্ষ আদালতের, হবে কি পরিস্থিতি বদল?
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।