Jalpaiguri News: চিপস কিনতে গিয়ে লরির ধাক্কায় প্রাণ গেল ৫ বছরের শিশুর ; ধুন্ধুমার পরিস্থিতি জলপাইগুড়িতে
Road Accident: আলুর মরশুম চলছে। যেখানে দুর্ঘটনা ঘটে তার পাশেই একটি হিমঘর রয়েছে। সেখানে আলুর গাড়ির জ্যাম তৈরি হয়েছিল।

রাজা চট্টোপাধ্যায়, জলপাইগুড়ি : মর্মান্তিক ! চিপস কিনতে গিয়ে প্রাণ গেল ৫ বছরের এক শিশুর। জলপাইগুড়িতে পথ দুর্ঘটনাকে কেন্দ্র করে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। মোহিতনগরে ঘটে দুর্ঘটনাটি। ঘটনার প্রতিবাদে লরি ভাঙচুর করে উত্তেজিত জনতা। মৃতদেহ নিয়ে পথ অবরোধ করা হয়। খবর কোতোয়ালি থানার পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয়। লরির চালককে গ্রেফতার করা হয়েছে। শিশুটির জলপাইগুড়ি হরিজন বস্তি এলাকার বাসিন্দা
বিস্তারিত...
আলুর মরশুম চলছে। যেখানে দুর্ঘটনা ঘটে তার পাশেই একটি হিমঘর রয়েছে। সেখানে আলুর গাড়ির জ্যাম তৈরি হয়েছিল। একটি রাস্তা ফাঁকা ছিল। সেই রাস্তা দিয়ে স্থানীয় একটি দোকানে চিপস কিনতে গিয়েছিল শিশুটি। সেই সময় একটি লরির ধাক্কায় ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়।
দুর্ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। মৃতদেহ রেখেই পরিবার এবং স্থানীয় বাসিন্দারা পথ অবরোধ করেন। লরিটিকে ভাঙুচুর করা হয়। গাড়িটি আটক করা হয়েছে। এর পাশাপাশি চালককে গ্রেফতার করেছে পুলিশ। এলাকায় প্রচুর পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
রাজ্যের অন্য প্রান্তেও দুর্ঘটনা !
অপর একটি পথ দুর্ঘটনা ঘটে যশোর রোডে। স্কুটারে চেপে যাওয়ার সময় ডাম্পারে ধাক্কা। দুর্ঘটনার কবলে পড়ে একটি পরিবার। দুর্ঘটনার পর ছিটকে রাস্তায় পড়েন মা ও শিশু। মহিলার স্বামী ছিটকে পড়েন আর একদিকে। ওই মহিলা ও শিশুটি প্রাণে বেঁচে গেলেও, মারা গিয়েছেন যুবক। একটি ডাম্পারের চাকায় তাঁর দেহ আটকে যায়। সেই অবস্থায় প্রায় ৩০০ মিটার রাস্তা পেরিয়ে যায় ডাম্পারটি। পর পর এমন দুর্ঘটনায় আতঙ্কিত সাধারণ যাত্রীরা।
মধ্যমগ্রামে একটি মলের কাছে, যশোর রোডের উপর এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। এক যুবক, তাঁর স্ত্রী ও শিশুসন্তান স্কুটারে চেপে যাচ্ছিলেন। বারাসাত থেকে মধ্যমগ্রামের দিকে আসছিলেন তাঁরা। সেই সময় রাস্তায় তাঁদের পাশ দিয়ে যাচ্ছিল একটি ডাম্পার। কোনও ভাবে ওই ডাম্পারের সঙ্গে ধাক্কা লাগে স্কুটারটির। তাতেই আর স্কুটারের নিয়ন্ত্রণ রাখতে পারেননি ওই যুবক। রাস্তায় ছিটকে পড়েন সকলে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মহিলা ও শিশুটি স্কুটারের বাঁ দিকে ছিটকে পড়েন। আহত হলেও প্রাণে বেঁচে যান তাঁরা । কিন্তু স্কুটারের চালক ওই যুবক ডান দিকে পড়েন। এর ফলে পিছন থেকে আসা একটি ডাম্পার তাঁকে চাপা দেয়। শুধু চাপা দেওয়াই নয়, ডাম্পারের চাকায় ওই যুবকের দেহ আটকে যায়। সেই অবস্থায় প্রায় ৩০০ মিটার দূরত্ব ছুটে চলে ডাম্পারটি। রাস্তার দু'পাশ থেকে মানুষজন ছুটে এসে ডাম্পারটিকে থামানোর চেষ্টা করলেও, চালক দাঁড়াননি। তিনি পালানোর চেষ্টা করছিলেন বলে অভিযোগ।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
