Siliguri: ১৮ যাত্রী নিয়ে এনজেপি থেকে ঢাকা যাত্রা শুরু মিতালি এক্সপ্রেসের
Mitali Express: দুই বাংলার মধ্যে যাত্রা শুরু করল মিতালি এক্সপ্রেস। মৈত্রী এক্সপ্রেস, বন্ধন এক্সপ্রেসের পর মিতালি এক্সপ্রেস হল। ভারত ও বাংলাদেশের মধ্যে তৃতীয় আন্তঃদেশীয় ট্রেন।
বাচ্চু দাস, রাজা চট্টোপাধ্যায়, শিলিগুড়ি: ভারত ও বাংলাদেশের মধ্যে যোগাযোগ ব্যবস্থা আরও মসৃণ করতে চালু হল নতুন আন্তঃদেশীয় ট্রেন মিতালি এক্সপ্রেস। এনজেপি-ঢাকা রুটের নতুন ট্রেনটির আনুষ্ঠানিক সূচনা হল আজ। ভারত-বাংলাদেশ রেল যোগাযোগ ব্যবস্থায় জুড়ে গেল আরও একটি নতুন নাম। দুই বাংলার মধ্যে যাত্রা শুরু করল মিতালি এক্সপ্রেস। মৈত্রী এক্সপ্রেস, বন্ধন এক্সপ্রেসের পর মিতালি এক্সপ্রেস হল। ভারত ও বাংলাদেশের মধ্যে তৃতীয় আন্তঃদেশীয় ট্রেন।
বুধবার শিলিগুড়ির নিউ জলপাইগুড়ি জংশন থেকে তার আনুষ্ঠানিক সূচনা হয়। দিল্লিতে রেলমন্ত্রকের সদর দফতরের সভাকক্ষ থেকে দু’দেশের রেলমন্ত্রী সবুজ পতাকা উড়িয়ে ভার্চুয়ালে মিতালি এক্সপ্রেসের উদ্বোধন করেন। নিউ জলপাইগুড়ি স্টেশনে সবুজ সঙ্কেত দেন জলপাইগুড়ির সাংসদ জয়ন্ত রায়, শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ ও রেলের আধিকারিকরা। উত্তর-পূর্ব ফ্রন্টিয়ার রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক সব্য়সাচী দে বলেন, ''এটা ভারতের তৃতীয় বাংলাদেশগামী ট্রেন। উত্তরবঙ্গে প্রথম। এই পথে অনেক তাড়াতাড়ি যাওয়া যাবে। ট্যুরিজমে অনেক সুবিধা হবে। মেডিক্যাল ট্যুরিজমেও লাভবান হবেন মানুষ।''
এপার বাংলার এনজেপি স্টেশন আর ওপার বাংলার ঢাকা ক্যান্টনমেন্ট স্টেশনের মধ্যে চলবে মিতালি এক্সপ্রেস। ১০ ঘণ্টায় ৫১৩ কিলোমিটার পথ অতিক্রম করবে এই ট্রেন। লোকো পাইলট বদলানোর জন্য ভারত সীমান্তের শেষ স্টেশন হলদিবাড়ি এবং বাংলাদেশ সীমান্তের শেষ স্টেশন চিলাহাটিতে কিছুক্ষণের জন্য দাঁড়াবে।এছাড়া আর কোনও স্টপেজ নেই। এনজেপি থেকে মিতালি এক্সপ্রেস ছাড়বে প্রতি বুধবার ও রবিবার। ঢাকা ক্যান্টনমেন্ট স্টেশন থেকে ট্রেন ছাড়বে প্রতি সোমবার ও বৃহস্পতিবার। এনজেপি থেকে সকাল ১১টা ৪৫ মিনিটে ছাড়বে মিতালি এক্সপ্রেস। ঢাকা পৌঁছবে রাত সাড়ে ১০টায়।
বাংলাদেশ থেকে আগত পর্যটক জানিয়েছেন, ''ভাল উদ্যোগ। ৯ ঘণ্টায় ঢাকা পৌঁছে যাওয়া যাবে। কলকাতা হয়ে অনেক ঘুরপথ হত। এই রুটে অনেক সুবিধা। সপ্তাহে দুদিনের বদলে আরও বাড়ানো হোক।'' আরও এক যাত্রী বলেন, ''ফ্লাইটের টিকিট ছিল। কিন্তু নতুন ট্রেন দেখে আর গেলাম না। এটা ঐতিহাসিক দিন। দু’দেশের সম্পর্ক আরও ভাল হবে। মোট ১০ কামরার ট্রেন। গোটাটাই বাতানুকূল। এসি কেবিন বার্থের ভাড়া ৪ হাজার ৯০৫ টাকা। এসি কেবিন চেয়ার কারের ভাড়া ৩ হাজার ৮০৫ টাকা। এসি চেয়ার কারের ভাড়া ২ হাজার ৭০৭ টাকা।