Sandeshkhali Incident:সন্দেশখালিকাণ্ডে শেখ শাহজাহানের ভাই শেখ সিরাজউদ্দিনের নামে লুকআউট সার্কুলার ইডি-র
Sheikh Sirajuddin:সন্দেশখালিকাণ্ডে শেখ শাহজাহানের ভাই শেখ সিরাজউদ্দিনের নামে লুকআউট সার্কুলার জারি করল ইডি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আশঙ্কা, সিরাজ পালিয়ে যেতে পারেন।
প্রকাশ সিনহা, কলকাতা: সন্দেশখালিকাণ্ডে (Sandeshkhali Incident) শেখ শাহজাহানের ভাই শেখ সিরাজউদ্দিনের (ED Look Out Notice For Sheikh Sirajuddin) নামে লুকআউট সার্কুলার জারি করল ইডি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আশঙ্কা, সিরাজ পালিয়ে যেতে পারেন। তাই দেশের সমস্ত বিমানবন্দরে সিরাজউদ্দিনের ছবি ও তাঁর সম্পর্কিত তথ্য পাঠানো হয়েছে বলে খবর। ইডি-র দাবি, ৫ জানুয়ারি, সন্দেশখালিতে আধিকারিকদের ওপর হামলার পর থেকেই উধাও শেখ সিরাজউদ্দিন। তাঁকে একাধিকবার নোটিস পাঠালেও সাড়া মেলেনি বলেও দাবি কেন্দ্রীয় এজেন্সির। ঘটনার প্রায় সাড়ে ৩ মাস পর এবার শেখ সিরাজউদ্দিনের নামে জারি হল লুকআউট সার্কুলার।
বিশদ...
জমি দখল থেকে নারী নির্যাতন, একের পর এক অভিযোগে সন্দেশখালি যখন উত্তাল, তখনই নাম উঠে এসেছিল শেখ শাহজাহানের ভাই শেখ সিরাজউদ্দিনের। বিশেষত, ফেব্রুয়ারি মাসের শেষ দিকে জানা যায়, বেড়মজুরে পুলিশের ক্যাম্পে জমি দখলের যে ৬৬টি অভিযোগ জমা পড়েছিল, তার মধ্যে ৫০টিই শেখ শাহাজাহানের ভাই শেখ সিরাজউদ্দিনের বিরুদ্ধে। শুধু জমি নয়, বাজারও দখলের অভিযোগ ওঠে তাঁর নামে। সূত্রের খবর ছিল, সন্দেশখালির বাসিন্দা হরিপদ সর্দার পুলিশের ক্যাম্পে অভিযোগ জানিয়েছিলেন, 'আদিবাসী মহিলার ৩৩ শতক চাষের জমি দখল করে মার্কেট তৈরি করেছে সিরাজ। টাকার জন্য শেখ সিরাজউদ্দিনের দুয়ারের ঘুরেও মেলেনি সুরাহা। গাড়ি করে বসিরহাটে তুলে নিয়ে গিয়ে জমি লিখিয়ে নিয়েছে, ভয়ে কারও কাছে মুখ খুলতে পারিনি।' আলোড়ন শুরু হয় এলাকায়। এই ঘটনার দুদিন পরে, শেখ শাহজাহানের ভাইয়ের বিরুদ্ধে এফআইআর দায়ের করে পুলিশ। তত দিনে পুলিশ ক্যাম্পে সিরাজের বিরুদ্ধে ১০০টিরও বেশি অভিযোগ জমা পড়ে যায় বলে খবর মিলেছিল। এবার তাঁর নামে লুকআউট নোটিস জারি করল ইডি।
ফিরে দেখা...
সব ঘটনার সূত্রপাত গত ৫ জানুয়ারি। রেশন দুর্নীতির তদন্তে সন্দেশখালির 'বেতাজ বাদশা' শেখ শাহজাহানের বাড়িতে গিয়ে আক্রান্ত হন ইডি আধিকারিকরা। রেয়াত করা হয়নি কেন্দ্রীয় বাহিনীর সদস্য, এমনকি সংবাদমাধ্যমের কর্মীদেরও। অভিযোগের তির ছিল শাহজাহানের অনুগতদের দিকে। এর পর থেকে টানা খবরে ছিল সন্দেশখালি। বর্তমানে সাসপেন্ডেড তৃণমূল নেতা শাহজাহানের গ্রেফতারির দাবিতে তুমুল বিক্ষোভ দেখা দেয় এলাকায়। বিক্ষোভকারীদের অনেকেই ছিলেন মহিলা। জোর করে জমি দখল থেকে শুরু করে নারী নির্যাতনের মতো একের পর এক গুরুতর অভিযোগে সরব হন তাঁরা। ঘটনার ৫৬তম দিনে গ্রেফতার হন শেখ শাহজাহান। কিন্তু সিরাজউদ্দিন কোথায়?
আরও পড়ুন:দ্বিতীয় দফায় হিংসা রুখতে সতর্ক নির্বাচন কমিশন, কী কী অতিরিক্ত ব্যবস্থা নেওয়া হবে?