WB Covid Restriction: কাল থেকে ৫০ শতাংশ যাত্রী নিয়ে চলবে মেট্রো
WB Covid Restriction:কলকাতার মেট্রো পরিষেবা পুরো সময়ই চলবে। কিন্তু এক্ষেত্রে থাকছে নিয়ন্ত্রণ। যাত্রী সংখ্যা ৫০ শতাংশের মধ্যে বেঁধে দেওয়া হয়েছে। জানা গেছে, টোকেন পরিষেবা তুলে নেওয়া হচ্ছে।
কলকাতা: দেশজুড়ে করোনা সংক্রমণ হু হু করে বাড়ছে। সেইসঙ্গে ওমিক্রনও উদ্বেগ ছড়িয়েছে। রাজ্যেও করোনা সংক্রমণ লাফিয়ে লাফিয়ে বেড়েছে গত কয়েকদিনে। এই পরিস্থিতি বিধিনিষেধ ফের চালু করার ইঙ্গিত আগেই দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন নবান্নে করোনা পরিস্থিতি নিয়ে বৈঠক করে রাজ্য সরকার। বৈঠকের পর মুখ্যসচিব করোনা সংক্রমণ রুখতে একাধিক বিধিনিষেধের কথা জানিয়েছেন। লোকাল ট্রেন পরিষেবা পুরোপুরি বন্ধ করা না হলেও সন্ধে সাতটার পর তা আর চালানো হবে না। ৫০ শতাংশ নিয়ে সন্ধে সাতটা পর্যন্ত চলবে ট্রেন। একইসঙ্গে জানানো হয়েছে ৫০ শতাংশ যাত্রী নিয়ে চলবে লোকাল। তবে কলকাতার মেট্রো পরিষেবা পুরো সময়ই চলবে। কিন্তু এক্ষেত্রে থাকছে নিয়ন্ত্রণ। যাত্রী সংখ্যা ৫০ শতাংশের মধ্যে বেঁধে দেওয়া হয়েছে। জানা গেছে, টোকেন পরিষেবা তুলে নেওয়া হচ্ছে।
করোনার কাঁটা পেরিয়ে পুনরায় চেনা ছন্দে ফিরেছিল কলকাতা মেট্রো রেল (Kolkata Metro)। এতদিন স্মার্টকার্ডে পরিষেবা চললেও ইতিমধ্যেই জনসাধারণের জন্য চালু করা হয়েছে টোকেন পরিষেবা।
করোনা অতিমারীর আবহে মেট্রো কর্তৃপক্ষ টোকেন পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়। দফায় দফায় মেট্রো পরিষেবা চালু হলেও কেবলমাত্র স্মার্ট কার্ড থাকলেই পাতালরেল সফর সম্ভব ছিল। পরবর্তীকালে করোনার দ্বিতীয় ঢেউ কাটিয়ে ওঠার পরও একই নিয়ম বজায় থাকে। প্রথমে জরুরী প্রয়োজনে যাতায়াতের জন্য এবং ধীরে ধীরে সাধারণ মানুষের জন্য মেট্রো চালু হলেও, টোকেন পরিষেবা চালু হয়নি। কর্তৃপক্ষের বক্তব্য ছিল, টোকেন যেহেতু হাতবদল হয় তাতে সংক্রমণের আশঙ্কা বাড়ে।
কিন্তু প্রথম থেকেই সাধারণ যাত্রীরা টোকেন পরিষেবা চালুর পক্ষেই ছিল। এরপর ধীরে ধীরে দেখা যায় মেট্রোয় যাত্রীসংখ্যাও বাড়ছে। করোনা পরিস্থিতি এখন অনেকটা নিয়ন্ত্রণে থাকায় সমস্ত দিক খতিয়ে দেখে টোকেন পরিষেবা চালুর সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু রাজ্য সরকারের নতুন নির্দেশিকার পর জানা যাচ্ছে., মুখ্যসচিবের নির্দেশের পরিপ্রেক্ষিতে টোকেন পরিষেবা প্রত্যাহার করছে মেট্রো কর্তৃপক্ষ। শুধুমাত্র স্মার্টকার্ডেই যাতায়াত করা যাবে। কাল থেকেই এই ব্যবস্থা চালু হয়ে যেতে পারে বলে খবর। রাজ্যের নির্দেশিকা পাওয়ার পর এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
২০২০ সালের মার্চ মাসে বন্ধ হয়ে যায় টোকেনের ব্যবহার। এর পর ২৫ নভেম্বর, ২০২১, পুনরায় টোকেন পরিষেবা চালু করা হয়।