Teacher Transfer: শিক্ষক বদলিতে ঘুষ চাওয়ার অভিযোগ, ‘বদলির পিছনে কাজ করছে কি কোনও বৃহত্তর চক্র?’
West Bengal Teacher Transfer: এই বিষয়ে ডিআইজি-সিআইডিকে তদন্তের নির্দেশ হাইকোর্টের। এছাড়াও ১ মাসের মধ্যে রিপোর্ট তলবের কথা বলা হয়েছে।
সৌভিক মজুমদার, কলকাতা: শিক্ষক (Teacher) বদলিতে (Transfer) ঘুষ চাওয়ার অভিযোগ, এবার তদন্তের নির্দেশ দিল হাইকোর্ট (Highcourt)। ‘বদলির পিছনে কাজ করছে কি কোনও বৃহত্তর চক্র?’ এবার এই বিষয়ে ডিআইজি (DIG)-সিআইডিকে (CID) তদন্তের নির্দেশ হাইকোর্টের। এছাড়াও ১ মাসের মধ্যে রিপোর্ট তলবের কথা বলা হয়েছে।
হাইকোর্টের নির্দেশ
সিআইডিকে খতিয়ে দেখে রিপোর্ট দেওয়ার নির্দেশ হাইকোর্টের। পঃ মেদিনীপুরের মানসুকা লক্ষ্মীনারায়ণ হাইস্কুলের শিক্ষকের বদলির আবেদন ঘিরে এই নির্দেশ আসে। স্কুলের পরিচালন কমিটির সদস্যের বিরুদ্ধে ঘুষ চাওয়ার অভিযোগ ওঠে। নো অবজেকশন সার্টিফিকেটের জন্য ১ লক্ষ ২৫ হাজার টাকা চাওয়ার অভিযোগ।
এদিন, হাইকোর্টে দু’জনের কথোপকথনের অডিও পেশ হয়। সেই অডিও শুনলেন বিচারপতি। এর পরই এই নির্দেশ দেওয়া হয়।
আরও পড়ুন, বাংলায় ফের করোনা বৃদ্ধির আশঙ্কা? সেন্টিনাল সার্ভিল্যান্স চালুর সিদ্ধান্ত স্বাস্থ্য দফতরের
নবম-দশমেও শিক্ষক নিয়োগে তরজা
অন্যদিকে, নবম দশম শিক্ষক নিয়োগ মামলা নিয়েও তরজা চলছে। সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। FIR দায়ের করবে সিবিআই, এমনটাই বলা হয়েছে। কাউকে রেয়াত নয়, সিবিআই চাইলে যে কোনও সামাজিক এবং রাজনৈতিক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করতে পারবে, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশে স্পষ্ট ভাবে সিবিআইকে সেই স্বাধীনতা দেওয়া হয়েছে।
কলকাতা হাইকোর্টে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, যে যোগ্য প্রার্থীরা দীর্ঘদিন ধরে চাকরি না পেয়ে চোখের জল ফেলছেন। তাঁদের দুর্দশা দূর করার জন্য আমি, যা করার করব। যাঁরা অবৈধভাবে নিযুক্ত হয়েছেন, তাঁদের জন্য আমি একাই যথেষ্ট। আমি দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছি। টাকা কোথা থেকে কোথায় গেছে? সেটা আমি খুঁজে বার করব।