West Bengal News:নুসরত বিতর্কের মাঝেই এবার বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে তদন্তের আবেদন
Bengal News Live : জেলা থেকে জেলা, সব খবর সবার আগে জানতে, নজর রাখুন এখানে।
LIVE

Background
WB News Live Update:এসএফআই-টিএমসিপি সংঘর্ষে উত্তপ্ত বর্ধমান
এসএফআই-টিএমসিপি সংঘর্ষে উত্তপ্ত বর্ধমান। বিবেকানন্দ কলেজ গেটের সামনের এলাকায় সংঘর্ষ। একে অপরের বিরুদ্ধে বাঁশ,লাঠি ও রড দিয়ে হামলা। আহত উভয়পক্ষের প্রায় ১৫ জন
WB News Live :নবগ্রামে লকআপে যুবককে পিটিয়ে মারার অভিযোগ পরিবারের
নবগ্রামে লকআপে যুবককে পিটিয়ে মারার অভিযোগ পরিবারের। নবগ্রাম থানা ঘিরে বিক্ষোভ উত্তেজিত জনতার, তুমুল ইটবৃষ্টি
WB News Live Update:নুসরত বিতর্কের মাঝেই এবার বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে তদন্তের আবেদন
নুসরত বিতর্কের মাঝেই এবার বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে তদন্তের আবেদন। তদন্তের আবেদন জানিয়ে ইডি-র দ্বারস্থ তৃণমূল কাউন্সিলর তুলসী সিন্হা রায়। 'রোজভ্যালি থেকে লাভবান হয়েছিলেন বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়ও। রোজভ্যালি কাণ্ডের তদন্ত ইডি করলেও লকেট তার বাইরে কেন ?' পাল্টা চ্যালেঞ্জ বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়ের
WB News Live :রাজভবনের অ্যান্টি করাপশন সেলে বেশ কিছু বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগ
রাজভবনের অ্যান্টি করাপশন সেলে বেশ কিছু বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগ। অভিযোগ পেয়ে সক্রিয় রাজ্যপাল, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের অনুমোদন পুনর্নবীকরণ স্থগিত। তদন্তের নির্দেশ, পূর্ণাঙ্গ রিপোর্ট পেলে ব্যবস্থা, জানিয়েছেন সিভি আনন্দ বোস। রাজ্য-রাজ্যপাল সংঘাতের আবহে পদক্ষেপ বোসের
WB News Live :সায়েন্স সিটি থেকে পার্ক সার্কাসগামী স্কুলবাস থেকে আচমকা ধোঁয়া বেরোতে থাকায় আতঙ্ক ছড়ায়
সায়েন্স সিটি থেকে পার্ক সার্কাসগামী স্কুলবাস থেকে আচমকা ধোঁয়া বেরোতে থাকায় আতঙ্ক ছড়ায়। সঙ্গে সঙ্গে বাসটি থামিয়ে পড়ুয়াদের নামিয়ে দেওয়া হয়। ঘটনাস্থলে পৌঁছয় দমকল। শর্টসার্কিটের জেরে এই ঘটনা, প্রাথমিক অনুমান দমকলের। সুরক্ষিত রয়েছে পড়ুয়ারা।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
