West Bengal News Live Updates: জেল থেকে ছাড়া পেলেন বিজেপি নেত্রী মাম্পি দাস
WB News Live Updates: সব জেলার, প্রতি মুহূর্তের, সব খবর এক ক্লিকে।
LIVE
![West Bengal News Live Updates: জেল থেকে ছাড়া পেলেন বিজেপি নেত্রী মাম্পি দাস West Bengal News Live Updates: জেল থেকে ছাড়া পেলেন বিজেপি নেত্রী মাম্পি দাস](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/05/18/99d63f455490fbe616d36e3df156923a1715992298469338_original.jpg)
Background
WB Live News Update:দেবের উদ্দেশে ইঙ্গিতপূর্ণ মন্তব্য শোনা গেল শুভেন্দু অধিকারীর গলায়
ঘাটালের হিরোকে জিরো করব। ২৩ তারিখ এমন জিনিস আমি ছাড়ব, আর ঘর থেকে ওই দিন বেরোবে না। শনিবার পাঁচকুড়ির সভা থেকে দেবের উদ্দেশে ইঙ্গিতপূর্ণ মন্তব্য শোনা গেল শুভেন্দু অধিকারীর গলায়। পাল্টা জবাব দিয়েছেন দেব। পাশাপাশি, ভাইরাল অডিও বিতর্কেও এদিন হুঁশিয়ারির সুর শোনা গেছে দেবের গলায়। দেবকে পাল্টা আক্রমণে নেমেছেন হিরণও।
West Bengal Live News:দক্ষিণ কলকাতা নয় ডায়মন্ড হারবারই তৃণমূলের দুর্জয় ঘাঁটি, দাবি অভিষেকের
দক্ষিণ কলকাতা নয় ডায়মন্ড হারবারই তৃণমূলের দুর্জয় ঘাঁটি, দাবি অভিষেকের। 'আগে দক্ষিণ কলকাতাকে তৃণমূলের দুর্জয় ঘাঁটি বলা হত। এখন বাংলায় তৃণমূলের এক নম্বর দুর্জয় ঘাঁটি ডায়মন্ড হারবার'
WB Live News Update: দিদি যদি আমাদের দুঃখটা দেখতেন, তাহলে দিদির সঙ্গেই থাকতাম : সন্দেশখালির BJP নেত্রী মাম্পি দাস
মাম্পি দাস বলেন, 'দেখুন সত্যের পথে চললে, কষ্ট আছে। কাঁটা-আগুন সবই আছে। কিন্তু সেগুলি সবই উপেক্ষা করে আমাদের সবাইকে সত্যের সঙ্গে চলতে হবে। আমরা এ রাজ্যে বসবাস করছি। এখানের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা যখন আন্দোলন শুরু করেছিলাম, আমরা সবাই জানতাম যে, দিদি (মমতা বন্দ্যোপাধ্যায়) হয়তো জানতেন না। আমরা দিদিকে আহ্বান জানিয়েছিলাম। দিদি কেন আসেননি। দিদি যদি আসতেন, আমাদের দুঃখ-কষ্টটা দেখতেন, তাহলে দিদির সঙ্গেই থাকতাম। কিন্তু দিদি তা করেননি। নারী হয়ে নারীদের পাশে দাঁড়াননি। '
West Bengal Live News:ময়নায় গেল NIA
হাইকোর্টের নির্দেশে বিজেপি বুথ সভাপতি বিজয়কৃষ্ণ ভুঁইয়ার খুনের তদন্তে পূর্ব মেদিনীপুরের ময়নায় গেল এনআইএ। বিজয়কৃষ্ণ ভুঁইয়াকে যেখানে খুন করা হয়েছিল সেই ঘটনালস্থল পরিদর্শন করলেন এনআইএ আধিকারিকরা। নিহত বিজেপির বুথ সভাপতির স্ত্রী এবং দুই ছেলের সঙ্গে কথা বলেন তদন্তকারীরা।
WB Live News Update: এবার সন্দেশখালিতে কিশোরীকে যৌন নিগ্রহের অভিযোগ
এবার সন্দেশখালিতে কিশোরীকে যৌন নিগ্রহের অভিযোগ। গতকাল রাতে বেড়া ভেঙে ঘরে ঢুকে ধর্ষণের চেষ্টার অভিযোগ। অভিযুক্ত তৃণমূল কর্মীকে আটক করেছে পুলিশ। সিবিআইয়ের কাছেও ইমেল করে অভিযোগ দায়ের।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)