West Bengal News Live Updates: রাজ্য জুড়ে ঘূর্ণিঝড় দানার প্রভাব কেটে গেলেও পশ্চিম মেদিনীপুরের ঘাটালে এখনও কমেনি জল-যন্ত্রণা
Bengali News Live Updates: বাংলার প্রতি মুহূর্তের সব খবরের আপডেট জেনে নিন এক ক্লিকে।
LIVE

Background
Ghatal News: রাজ্য জুড়ে ঘূর্ণিঝড় দানার প্রভাব কেটে গেলেও পশ্চিম মেদিনীপুরের ঘাটালে এখনও কমেনি জল-যন্ত্রণা
রাজ্য জুড়ে ঘূর্ণিঝড় দানার প্রভাব কেটে গেলেও পশ্চিম মেদিনীপুরের ঘাটালে এখনও কমেনি জল-যন্ত্রণা। ঘাটাল পুরসভার ১৭ টি ওয়ার্ডের মধ্যে ১২টি ওয়ার্ড জলমগ্ন। সেই জল পেরিয়েই কালী প্রতিমা পৌঁছেছে মণ্ডপে মণ্ডপে।
Awas Yojana Protests: উত্তর থেকে দক্ষিণ, থামছে না আবাস-বিক্ষোভ
উত্তর থেকে দক্ষিণ, থামছে না আবাস-বিক্ষোভ। লম্বা হচ্ছে বাংলার বাড়ি প্রকল্পে বঞ্চিতদের লাইন। ক্ষোভ সামলাতে আবাসের তালিকা ফের খতিয়ে দেখার নির্দেশ রাজ্যের। প্রকল্পের সুবিধা পাওয়ার যোগ্য কেউ যেন বঞ্চিত না হয়, নির্দেশ নবান্নের। বাতিল হওয়া আবেদন পুনরায় খতিয়ে দেখতে জেলাশাসকদের পরামর্শ।
Diwali 2024: একান্ন পীঠের অন্যতম দেবী ত্রিপুরেশ্বরী মন্দি, মন্দিরে ভক্তের ঢল
একান্ন পীঠের অন্যতম দেবী ত্রিপুরেশ্বরী মন্দির। কালীপুজো উপলক্ষ্যে মন্দিরে ভক্তের ঢল ত্রিপুরার গোমতী জেলার উদয়পুরের মাতারবাড়ির মন্দিরে। কথিত আছে, এখানে সতীর ডান পায়ের গোড়ালি পড়েছিল। ৫২৩ বছরের পুরনো ত্রিপুরেশ্বরী মন্দির ঘিরে প্রতিবার দীপাবলি উৎসব ও মেলার আয়োজন করা হয়। ত্রিপুরার মহারাজা মহারাজা ধন্য মাণিক্য ১৫০১ সালে এই মন্দির প্রতিষ্ঠা করেন। বর্তমানে মন্দিরের প্রধান সেবায়েত গোমতীর জেলাশাসক। তবে পুজোর অর্ঘ্য থেকে আহুতি সব কিছুই হয়, রাজপরিবারের বর্তমান প্রতিনিধি প্রদ্যুৎকিশোর দেববর্মনের নামে।
Kolkata News: জোড়াবাগানের সেন লেনে রহস্যমৃত্যু, ঘর থেকে এক ব্যক্তির দেহ উদ্ধার
জোড়াবাগানের সেন লেনে রহস্যমৃত্যু। রক্তাক্ত অবস্থায় ঘর থেকে এক ব্যক্তির দেহ উদ্ধার। মৃতের নাম অভিজিৎ বন্দ্যোপাধ্যায়, বয়স ৫৮। ঘরের সামনের দরজা বন্ধ থাকলেও খোলা ছিল পিছনের দরজা। মেঝে এবং দেওয়ালে রক্তের দাগ, খুনের আশঙ্কা পরিবারের।
Nadial SI Dharna: থানায় ধর্নায় খোদ পুলিশ কর্মী! নাদিয়াল থানার সামনে ধর্নায় মহিলা SI
থানায় ধর্নায় খোদ পুলিশ কর্মী! নাদিয়াল থানার সামনে ধর্নায় মহিলা SI. ওসি-র বিরুদ্ধে দুর্ব্যবহারের অভিযোগ মহিলা SI-এর। ব্যারাকের ঘর নিয়ে ঝামেলা।নির্দেশ অমান্য করায় মহিলা SI-কে ক্লোজ করা হয়েছে বলে খবর। পরে মহিলা অফিসারকে গাড়িতে তুলে নিয়ে যায় পুলিশ।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
