Madhyamik 2025: ১০ তারিখ থেকে শুরু হচ্ছে মাধ্যমিক, পড়ুয়াদের কাছ থেকে মোবাইল মিললে কী হবে জানিয়ে দিল বোর্ড
Madhyamik Examination 2025: ফোন, স্মার্টওয়াচ- সহ কোনও প্রকার ইলেকট্রনিক জিনিস পরীক্ষার হলে সঙ্গে রাখতে পারবেন না পরীক্ষার্থীরা। ধরা পড়লে নেওয়া হবে কড়া ব্যবস্থা।

Madhyamik 2025: আগামী ১০ ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে এবছরের মাধ্যমিক পরীক্ষা। পড়ুয়াদের কাছে মোবাইল-সহ কোনও ইলেকট্রনিক্স গ্যাজেটই থাকা চলবে না পরীক্ষার হলে, এমনটাই জানিয়েছে পর্ষদ। আর যদি থাকে তার জন্য কড়া ব্যবস্থা নিতে চলেছে কর্তৃপক্ষ। সেই বিষয়েই ঘোষণা করা হয়েছে একটি নোটিসে।
কী কী জানিয়েছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (WBBSE) - দেখে নিন
পরীক্ষার হলে পরীক্ষার্থীরা কোনও স্মার্টফোন, স্মার্টওয়াচ, ব্লুটুথ ডিভাইস কিংবা কোনও প্রকারের ইলেকট্রনিক গ্যাজেট নিয়ে ঢুকতে পারবেন না। পরীক্ষার হলে দায়িত্বে থাকা ইনভিজিলেটরদের এটা নিশ্চিত করতে হবে। আগাম সতর্কতার পরেও যদি কোনও পরীক্ষার্থীর কাছে ফোন বা এই জাতীয় কোনও ইলেকট্রনিক ডিভাইস পাওয়া যায় তাহলে বোর্ড তার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেবে।
- পরীক্ষা শুরু হওয়ার আগে হলে ইনভিজিলেটররা ঘোষণা করে দেবেন যাতে পরীক্ষার্থীদের কাছে কোনও প্রকারের ইলেকট্রনিক গ্যাজেট না থাকে।
- পরীক্ষার্থীদের যাবতীয় ইলেকট্রনিক ডিভাইস জমা রাখার জন্য পরীক্ষার হলের বাইরে একটি নির্দিষ্ট জায়গা রাখতে হবে। যেমন- একটি টেবিল রাখা যেতে পারে যেখানে পরীক্ষার্থীরা নিজেদের ফোন, স্মার্টওয়াচ ইত্যাদি জমা রাখতে পারবেন।
- ইনভিজিলেটরের ঘোষণার পরেও কিংবা প্রশ্নপত্র পাওয়ার পরেও যদি কোনও পরীক্ষার্থীর কাছে কোনও ধরনের ইলেকট্রনিক ডিভাইস পাওয়া যায় তাহলে ওই পরীক্ষার্থীর পরীক্ষা ক্যান্সেল বা বাতিল করে দেওয়া হবে। পরবর্তীতে প্রয়োজন হলে আইনি পদক্ষেপও নেওয়া হতে পারে পরীক্ষা সংক্রান্ত আইন অনুসারে।
- যদি কোনও পরীক্ষার্থীর কাছে সায়লেন্ট কিংবা বন্ধ অবস্থাতেও কোনও প্রকার ইলেকট্রনিক ডিভাইস পাওয়া যায় তাহলেও তা মেনে নেওয়া হবে না। এভাবে সায়লেন্ট কিংবা সুইচ অফ করেও পরীক্ষার্থীরা সঙ্গে কোনও ইলেকট্রনিক ডিভাইস রাখতে পারবেন না। পাওয়া গেলে উল্লিখিত নিয়ম মতোই ব্যবস্থা নেওয়া হবে। নিয়ম একবার ভাঙলে কোনও আবেদনই গ্রাহ্য করা হবে না।
সুষ্ঠুভাবে যাতে পরীক্ষা সমাপ্ত করা যায়, তার জন্যই নিয়মে এত কড়াকড়ি করা হচ্ছে। এর ফলে পরীক্ষা পদ্ধতিতে স্বচ্ছতা বজায় থাকবে। পরীক্ষার্থীদের সুবিধার জন্যই এত অনুশাসন বজায় রাখা হবে পরীক্ষার হলে।
Education Loan Information:
Calculate Education Loan EMI
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
