TET এ 'ভুল বা অমিল থাকা পরীক্ষাকেন্দ্রগুলির নাম-ঠিকানা' নতুন করে প্রকাশ করল পর্ষদ, দেখুন তালিকা
West Bengal Board Of Primary Education : শেষ মুহূর্তে পরীক্ষার স্থল সম্পর্কে বেশ কিছু তথ্য ঠিক করল পর্ষদ
কলকাতা : ১১ ডিসেম্বর রবিবার, দুপুর ১২টা থেকে আড়াইটে পর্যন্ত হবে TET। পরিচালনায় West Bengal Board Of Primary Education। শেষ মুহূর্তে পরীক্ষার স্থল সম্পর্কে বেশ কিছু তথ্য ঠিক করল West Bengal Board Of Primary Education। জানানো হয়েছে, কিছু পরীক্ষাকেন্দ্রের নাম ও ঠিকানা সংক্রান্ত বিভ্রান্তি দেখা গিয়েছে। কিছু ক্ষেত্রে নাম ও ঠিকানা মেলেনি , কিছু ক্ষেত্রে ভুল বেরিয়েছে। তাই নতুন করে পরীক্ষার কেন্দ্রগুলির নাম প্রকাশ করল পর্ষদ।
যাঁরা অ্যাডমিট কার্ড ইতিমধ্যেই ডাউনলোড করে ফেলেছেন, তাঁদের জ্ঞাতার্থেই ঠিক করা ঠিকানা ও কেন্দ্রের নাম ওয়েবসাইটে দেওয়া হয়েছে। তাঁরা পর্ষদের সাইট থেকেই ডাউনলোড করে ফেলতে পারেন ভুল সংশোধন করা অ্যাডমিট কার্ড।
আরও পড়ুন :
ঘড়ি, গয়না পরে পরীক্ষাকেন্দ্রে নয়; TET দিতে যাওয়ার সময় আর কী কী মাথায় রাখবেন
সংশোধিত তালিকায় আছে বীরভূম জেলার ২টি , কোচবিহার জেলার ১ টি, দার্জিলিং জেলার২ টি, হুগলি জেলার ৩ টি, মালদার ১ টি, মুর্শিদাবাদের ৩ টি, উত্তর ২৪ পরগনার ১০টি, পশ্চিম মেদিনীপুরের ৬ টি, পূর্ব মেদিনীপুরের ৪টি, পুরুলিয়ার ২টি, দক্ষিণ ২৪ পরগনার ৯ টি কেন্দ্রের সংশোধিত নাম।
কীভাবে ডাউনলোড করবেন অ্যাডমিট কার্ড ?
- প্রথমে পরীক্ষার্থীকে www.wbbpe.org-ওয়েবসাইটে যেতে হবে।
- যেতে পারেন wbbprimaryeducation.org-তেও।
- এরপর ক্লিক করতে হবে 'অনলাইন অ্যাপ্লিকেশন ফর টিচার এলিজিবিলিটি টেস্ট ২০২২'-এ।
- এরপর 'প্রিন্ট/ডাউনলোড' অ্যাডমিট কার্ড-এ ক্লিক করুন।
- পৌঁছে যাবেন আপনার অ্যাডমিট কার্ড প্রিভিউ স্ক্রিনে।
পর্ষদের ওয়েবসাইট থেকে তথ্য ভাগ করে নেওয়া হল । ব্যাস, প্রিন্ট করে নিন আপনার অ্যাডমিট কার্ড। পরীক্ষা দিন ভালভাবে। শুভেচ্ছা রইল।
ডিসক্লেমার : পরীক্ষা সংক্রান্ত তথ্যাদির জন্য সংশ্লিষ্ট সংস্থার সরকারি ওয়েবসাইট/নির্দেশিকা অনুসরণ করুন ও মেনে
চলুন।
Education Loan Information:
Calculate Education Loan EMI