West Bengal News Live: কমিশনে তালা ঝোলালেন শুভেন্দু
WB News Live Updates: আজ পঞ্চায়েত ভোট। সব খবর সবার আগে এবিপি আনন্দে। বুথ থেকে সরাসরি।
LIVE
Background
কলকাতা: ভোটের (Panchayat Election) আগের রাতেও খুন! বেলডাঙায় তৃণমূল-কংগ্রেস (TMC) সংঘর্ষ। মৃত্যু শাসক দলের কর্মীর। তুফানগঞ্জে (West Bengal) তৃণমূল কর্মীকে কুপিয়ে খুন। ৩০দিনে রাজ্যে সন্ত্রাসের বলি ২০।
ফের উত্তপ্ত দিনহাটা। কংগ্রেস (Congress) কর্মীকে গুলি। তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ কংগ্রেসের। অভিযোগ অস্বীকার শাসক দলের।
ভোটের আগের রাতেও দিকে দিকে সন্ত্রাস! কেশপুরে তৃণমূল-বিজেপি সংঘর্ষ। জাঙ্গিপাড়ায় আক্রান্ত আইএসএফ। হাসনাবাদে বিজেপি কর্মীদের মার। বাসন্তীতে আক্রান্ত তৃণমূল।
৩০দিনে ২০ মৃত্যু রাজ্যে। এখনও বহু বুথে নেই কেন্দ্রীয় বাহিনী (Central armed force) । হিংসা বিধ্বস্ত (Panchayat Poll Violence) মুর্শিদাবাদে সবথেকে বেশি কেন্দ্রীয় বাহিনী। তারপরেই হাওড়া। এয়ারলিফট করে লেহ্ থেকে এল কেন্দ্রীয় বাহিনী।
বাহিনী নিয়ে ফের শুভেন্দুর নিশানায় কমিশন।
উত্তর থেকে দক্ষিণ। হিংসা-বিধ্বস্ত গ্রাউন্ড জিরোয় রাজ্যপাল।
তৃণমূল এখন বেইমানের দল। সুর চড়ালেন বিদ্রোহী করিম। এত চোর, ধান্দাবাজ একটা দলে, জানা ছিল না, অস্বস্তি বাড়িয়ে পোস্ট মনোরঞ্জন ব্যাপারীর।
আদালতে স্বস্তি পেলেন না শুভেন্দু। নিজের ভোটগ্রহণ কেন্দ্রের মধ্যেই গতিবিধি সীমাবদ্ধ রাখতে হবে বিরোধী দলনেতাকে। কমিশনের নির্দেশকেই বহাল রাখলেন বিচারপতি অমৃতা সিন্হা।
চোখ-কান খোলা রেখেছি আমরা। ভোটে গণতন্ত্রের প্রহরী আপনারাও। ভোটারই রিপোর্টার। ভোটে কোনও ঘটনা ঘটলে হোয়াটসঅ্য়াপ করুন - 9073930194 নম্বরে।
আজ পঞ্চায়েত ভোট। সব খবর সবার আগে এবিপি আনন্দে। বুথ থেকে সরাসরি।
প্রায় ৭৪ হাজার আসন, ৬০ হাজারের বেশি বুথ। পঞ্চায়েত ভোটে গ্রামে গ্রামে এবিপি আনন্দ। স্টুডিওয় ভোটের কাটাছেঁড়া। সি ভোটারের EXIT POLL। কার দখলে গ্রাম বাংলা, সন্ধে ৬।
West Bengal News Live: বুথ থেকে ব্যালট বাক্স নিয়ে যেতে বাধা গ্রামবাসীদের
বীরভূমের হাসনে ভোট শেষেও উত্তেজনা। বুথ থেকে ব্যালট বাক্স নিয়ে যেতে বাধা গ্রামবাসীদের। কেন্দ্রীয় বাহিনীর পাহারায় ব্যালট বাক্স নিয়ে যেতে হবে, দাবি গ্রামবাসীদের। গ্রামবাসীদের বাধায় বুথেই পড়ে ব্যালট বাক্স
WB Live Blog: মোমবাতির আলোয় দেদার ছাপ্পা ভোট
আমডাঙা থেকে ইংরেজবাজার ! বাদুড়িয়া থেকে বসিরহাট ! দিনভর দিকে দিকে যেন ছাপ্পাভোটের প্রতিযোগিতা চলল। শুধু তৃণমূল নয়, সিপিএমের বিরুদ্ধেও ছাপ্পাভোটের অভিযোগ উঠেছে। হুগলির আরামবাগে আবার ভোটগ্রহণের সময় শেষের আগেই অতিষ্ঠ হয়ে DCRC-তে ব্যালট বক্স জমা দিয়ে আসেন প্রিসাইডিং অফিসার।
West Bengal News Live: কোচবিহারের মাথাভাঙায় ফের গুলি
কোচবিহারের মাথাভাঙায় ফের গুলি। তৃণমূল কর্মী গুলিবিদ্ধ, হামলার অভিযোগ বিজেপির বিরুদ্ধে
WB Live Blog: ফের উত্তপ্ত বাসন্তীতে, তৃণমূল-আরএসপি সংঘর্ষ
ফের উত্তপ্ত বাসন্তীতে, তৃণমূল-আরএসপি সংঘর্ষ। সংঘর্ষে আহত ৫ তৃণমূল কর্মী, ভর্তি হাসপাতালে। ব্যালট লুঠের চেষ্টার অভিযোগ, বাধা দিলে সংঘর্ষ
West Bengal News Live: ভোটের বাংলায় দিকে দিকে গুলি
ভোটের বাংলায় দিকে দিকে গুলি। দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরে গুলিবিদ্ধ নুর আলম মিঞা। 'ব্যালট লুঠের চেষ্টা বিজেপির, প্রতিবাদ করায় তৃণমূল প্রার্থীকে গুলি'।