এক্সপ্লোর
Rakhi Sawant: রাখীকে নিয়ে কটু মন্তব্য, মনু পঞ্জাবিকে কড়া জবাব স্বামীর, ওর তো ১.৩ মিলিয়ন ডলারের সম্পত্তি, আমার ৬ বিলিয়ন!
এক সাক্ষাত্কারে রাখীর হয়ে আসরে নেমে রীতেশ, নিক্কি-দুজনেরই তীব্র সমালোচনা করেন। বলেন, মাত্র তিনটে দক্ষিণী ছবি করেছে, কেরিয়ার শুরুই করেছে ২০১৯-এ, সেই নিক্কি রাখীর অভিজ্ঞতা নিয়ে প্রশ্ন করছে!
মুম্বই: রাখী সাবন্তের স্বামী রীতেশ খুব চটেছেন নিক্কি তাম্বোলি, মনু পঞ্জাবির ওপর। বিগ বস ১৪-র সাম্প্রতিক এক এপিসোডে রাখীকে নিয়ে ওঁরা এমন কিছু মন্তব্য করেছেন যা রীতেশের মোটেই ভাল লাগেনি। রাখী ওঁদের মধ্যে তলে তলে রোমান্স চলছে বলে মন্তব্য করায় তাঁর সম্পর্কে কটাক্ষ করেন ওঁরা। রাখীর মান-সম্মান, কেরিয়ার নিয়ে প্রশ্ন তোলেন।
বিগ বস ১৪-র এপিসোডে নিক্কি সম্পর্কে রাখী মন্তব্য করেছেন, মরদোঁ কো কোনে মে লে কর বৈঠতি হ্যয়, চুগলখোর, অর্থাতি নিক্কি ছেলেদের গা ঘেঁষাঘেঁষি করে, গালগপ্পো ছড়ায়। এজন্য পাল্টা নিক্কি রাখীকে আক্রমণ করে বলেন, গত ১৫ বছরে কী ধরনের কাজ ও করেছে, সবাই জানে। নিক্কির সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে মন্তব্য করায় রাখীকে আক্রমণ করে মনুও প্রশ্ন করেন, তোমার কী ক্ষমতা আছে আমায় নিয়ে এসব বলছ!
এক সাক্ষাত্কারে রাখীর হয়ে আসরে নেমে রীতেশ, নিক্কি-দুজনেরই তীব্র সমালোচনা করেন। বলেন, মাত্র তিনটে দক্ষিণী ছবি করেছে, কেরিয়ার শুরুই করেছে ২০১৯-এ, সেই নিক্কি রাখীর অভিজ্ঞতা নিয়ে প্রশ্ন করছে! আমার মনে হয়, ওর রাখীর উইকিপিডিয়াটা পড়া উচিত, তাহলেই জানতে পারবে, রাখী কী করেছে, পেয়েছে। রাখী শুধু এখানে নয়, সারা বিশ্বে জনপ্রিয়। আর ওই মনু পঞ্জাবি প্রশ্ন করছে, রাখী, তেরি অওকাত কেয়া হ্যায়? ম্যায় পুছতা হু, উসকি অপনি অওকাত কেয়া হ্যায়। (ওর কী যোগ্যতা আছে,জানতে চাই।) ওর মাত্র ১.৩ মিলিয়ন মার্কিন ডলার টার্নওভার। আমি ৬ বিলিয়ন মার্কিন ডলারের মালিক, আমার সঙ্গে বিয়ে হয়েছে রাখীর। কোনও তুলনাই হয় না। কোনও লোকের দাম তার সম্পত্তি দিয়ে নয়, ব্য়বহার-আচরণে নির্ধারিত হয়। সেটা ওদের বোঝা উচিত।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
খুঁটিনাটি
Advertisement