Sidharth Shukla Death: 'খুব তাড়াতাড়ি চলে গেলে বন্ধু', আক্ষেপ বলিউড - টলিউডের
বেলা গড়াতেই দুঃসবাদ। মায়ানগরীর যেন অভ্যাসে পরিণত হচ্ছে অকালমৃত্যু। মুম্বইয়ের কুপার হাসপাতালে প্রয়াত ছোটপর্দার সিদ্ধার্থ শুক্ল। ৪০ বছরেই থেমে গেল এক সম্ভাবনাময় অভিনেতার জীবন।
মুম্বই: বেলা গড়াতেই দুঃসবাদ। মায়ানগরীর যেন অভ্যাসে পরিণত হচ্ছে অকালমৃত্যু। মুম্বইয়ের কুপার হাসপাতালে প্রয়াত ছোটপর্দার সিদ্ধার্থ শুক্ল। ৪০ বছরেই থেমে গেল এক সম্ভাবনাময় অভিনেতার জীবন। হঠাৎ পাওয়া দুঃসংবাদে শোকস্তব্ধ বলিউড থেকে শুরু করে টলিউড।
স্তব্ধ মায়ানগরী। সোশ্যাল মিডিয়ায় মনখারাপ লিখলেন একাধিক অভিনেতা-অভিনেত্রীরা। সোশ্যাল মিডিয়ায় নিজের হোয়াটসঅ্যাপ স্টেটাসে ভিকি কৌশল লিখেছেন, 'বিশ্বাস করতে পারছি না। সিদ্ধার্থের পরিবার আর বন্ধুদের জন্য আমার সমবেদনা। ওঁনার আত্মা শান্তি পাক।' মনোজ বাজপেয়ী ট্যুইটারে লিখছেন, 'অত্যন্ত দুঃসংবাদ। এমন একজন কাছের মানুষ হারানোর পর আমার শোকপ্রকাশ করার সত্যিই কোনও ভাষা নেই। ওর আত্মা শান্তি পাক। আমি এখনও বিশ্বাস করতে পারছি না।' অর্জুন বিজলানী ট্যুইটারে লিখেছেন, 'জীবন এমনই অনিশ্চিত। এটা যে কোনও সময়ে, যে কারও সঙ্গে হতে পারে। আমার ভাই, তুমি শান্তিতে ঘুমাও। তোমার পরিবার আর বন্ধুদের অনেক অনেক শক্তি দিক ভগবান।' লেখার সঙ্গে সিদ্ধার্থের সঙ্গে একটি ছবিও জুড়ে দিয়েছেন অর্জুন। দুই বন্ধুকে হাসতে দেখা যাচ্ছে সেখানে।
ফ্যাশান ডিজাইনার মণীষ মলহোত্র সিদ্ধার্থের ছবি দিয়ে লিখেছেন, 'মনখারাপ করা'। উর্মিলা মাতণ্ডকর লিখেছেন, 'খুব তাড়াতাড়ি চলে গেলে সিদ্ধার্থ। ওর পরিবারের জন্য সমবেদনা।' রণিত বসু রায় লেখেন, 'হে ভগবান। এটা হতে পারে না।' মনোজ বাজপেয়ীর ছবি ট্যুইটটি রিট্যুইট করে এই কথা লিখেছেন তিনি। শ্বেতা তেওয়ারি ইনস্টাগ্রামে সিদ্ধার্থের ছবি শেয়ার করে লিখেছেন, 'খুব তাড়াতাড়ি চলে গেলে বন্ধু। এত অল্প বয়স, এত সম্ভাবনা। শান্তিতে থাকো বন্ধু।'
শোকের রেশ টলিউডেও। ট্যুইট করে নুসরত জাহান লেখেছেন, 'খুব তাড়াতাড়ি চলে গেলে। মনখারাপ করা খবর। এখনও বিশ্বাস করতে পারছি না। শান্তিতে থাকুন সিদ্ধার্থ শুক্ল।'
ট্যুইট করে শোকপ্রকাশ করেছেন যশ দাশগুপ্তও।
কর্ণ জোহরের হাত ধরে বলিউডে পা রাখেন ছোটপর্দার জনপ্রিয় মুখ সিদ্ধার্থ। ২০১৪ সালে ‘হাম্পটি শর্মা কি দুলহনিয়া’ ছবিতে আলিয়া ভট্ট এবং বরুণ ধবনের সঙ্গে অভিনয় করেছিলেন তিনি। সম্প্রতি ‘ব্রোকেন বাট বিউটিফুল’ ওয়েব সিরিজেও অভিনয় করেছিলেন তিনি। পাশাপাশি 'বিগ বস'ও 'খতরো কি খিলাড়ি'-র সিজন ৭ -এ বিজয়ী হয়েছিলেন সিদ্ধার্থ। 'বালিকা বধূ'-সহ একধিক জনপ্রিয় ধারাবাহিকে দর্শকদের মন কেড়েছিল সিদ্ধার্থের অভিনয়।