এক্সপ্লোর
Advertisement
প্রকৃত নিয়ন্ত্রণরেখা থেকে চিন সেনা সরালেও সতর্ক ভারতীয় বায়ুসেনা, রাতে নজরদারি যুদ্ধবিমানের
বায়ুসেনা সূত্রে খবর, গতকাল থেকে উত্তরকাশীতে চিন সীমান্তে নজরদারি চালানো শুরু করেছে বায়ুসেনা। আজ উত্তরকাশীর চিনিয়ালিসুর এয়ারস্ট্রিপে একটি এএন-৩২ কার্গো বিমান নামতে দেখা যায়।
নয়াদিল্লি: পূর্ব লাদাখের গালওয়ান উপত্যকায় সীমান্ত সংঘাতের মধ্যেই চিনের সেনাবাহিনী প্রকৃত নিয়ন্ত্রণরেখা থেকে সরে গেলেও, সতর্ক ভারতীয় বিমানবাহিনী। গতকাল রাত থেকে উত্তরকাশী সহ বিভিন্ন জায়গায় সীমান্তে কড়া নজরদারি চালানো শুরু করেছে বিমানবাহিনী। সংবাদসংস্থা এএনআই সূত্রে খবর, ভারত-চিন সীমান্তে রাতে নজরদারিতে মোতায়েন করা হয়েছে অ্যাপাচে অ্যাটাক চপার, মিগ-২৯ যুদ্ধবিমান ও চিনুক হেভি-লিফট হেলিকপ্টার। গতকাল রাতে প্রকৃত নিয়ন্ত্রণরেখার কাছে ফরওয়ার্ড বেসে অভিযান চালায় যুদ্ধবিমানগুলি।
ভারতীয় বায়ুসেনার গ্রুপ ক্যাপ্টেন এ রাঠি জানিয়েছেন, ‘নৈশ অভিযানের ফলে শত্রুপক্ষকে চমকে দেওয়া যায়। ভারতীয় বায়ুসেনাকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। আমরা অত্যাধুনিক প্রযুক্তি ও উদ্দীপ্ত জওয়ানদের সাহায্যে যে কোনও পরিবেশেই অভিযান চালাতে তৈরি।’
বায়ুসেনা সূত্রে খবর, গতকাল থেকে উত্তরকাশীতে চিন সীমান্তে নজরদারি চালানো শুরু করেছে বায়ুসেনা। আজ উত্তরকাশীর চিনিয়ালিসুর এয়ারস্ট্রিপে একটি এএন-৩২ কার্গো বিমান নামতে দেখা যায়। এছাড়া একটি এমআই১৭ চপারকে এই এয়ারস্ট্রিপ থেকে উড়তে দেখা যায়।
গত ১৫ জুন রাতে গালওয়ান উপত্যকায় চিনের সেনার হামলায় প্রাণ হারান ভারতের ২০ জন সেনা জওয়ান। আহত হন ৭৬ জন জওয়ান। এরপর থেকেই সামরিক ও কূটনৈতিক স্তরে চিনের উপর চাপ বাড়াতে থাকে ভারত। শেষপর্যন্ত গতকাল প্রকৃত নিয়ন্ত্রণরেখা থেকে তাঁবু, গাড়ি সহ এক-দুই কিলোমিটার পিছিয়ে গিয়েছে চিনের সেনাবাহিনী। তবে তা সত্ত্বেও সতর্ক ভারত।
সংবাদসংস্থা পিটিআই সূত্রে খবর, লেহ, শ্রীনগর সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এয়ারবেসে সুখোই ৩০ এমকেআই, জাগুয়ার, মিরাজ ২০০০ যুদ্ধবিমান মোতায়েন করেছে বায়ুসেনা। এছাড়া বিভিন্ন ফরওয়ার্ড লোকেশনে জওয়ানদের নিয়ে যাওয়ার জন্য ব্যবহার করা হচ্ছে অ্যাপাচে অ্যাটাক চপার ও চিনুক হেভি-লিফট হেলিকপ্টার। ফরওয়ার্ড বেসগুলিতে সামরিকবাহিনীর সরঞ্জাম ও অস্ত্রশস্ত্র পৌঁছে দেওয়ার জন্য ব্যবহার করা হচ্ছে সি-১৭ গ্লোবমাস্টার ৩ ট্রান্সপোর্ট এয়ারক্র্যাফট ও সি-১৩০ জে সুপার হারকিউলিস বিমান ব্যবহার করা হচ্ছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
জেলার
Advertisement