এক্সপ্লোর
Advertisement
প্রধানমন্ত্রী 'হাউডি মোদি'-তে গেলেন, ভারতীয়দের জন্য এইচওয়ানবি ভিসা ছাঁটল আমেরিকা! ট্যুইটে কটাক্ষ প্রিয়ঙ্কার
আজ হিন্দিতে ট্যুইট করেছেন তিনি, যাতে বলা হয়েছে, দেশের অর্থনীতির হাল খারাপ। পরিষেবা সেক্টর বিপর্যস্ত। কর্মসংস্থান হ্রাস পাচ্ছে। অথচ দেশ চালাচ্ছে যারা, তারা নিজেজের নিয়েই ব্যস্ত আর সাধারণ মানুষ প্রতিটি ক্ষেত্রেই ভুগছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাম্প্রতিক মার্কিন সফরে তাঁর সম্বর্ধনায় আয়োজিত ‘হাউডি মোদি’ অনুষ্ঠানের প্রসঙ্গ টেনেও তাঁকে কাঠগড়ায় তোলেন প্রিয়ঙ্কা।
নয়াদিল্লি: কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকারকে দেশের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে আক্রমণ প্রিয়ঙ্কা গাঁধীর। দেশবাসী প্রতিটি ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত হচ্ছেন, কিন্তু দেশের বর্তমান শাসকরা নিজেদের নিয়েই ব্যস্ত বলে কটাক্ষ করেছেন কংগ্রেস সাধারণ সম্পাদক।
আজ হিন্দিতে ট্যুইট করেছেন তিনি, যাতে বলা হয়েছে, দেশের অর্থনীতির হাল খারাপ। পরিষেবা সেক্টর বিপর্যস্ত। কর্মসংস্থান হ্রাস পাচ্ছে। অথচ দেশ চালাচ্ছে যারা, তারা নিজেজের নিয়েই ব্যস্ত আর সাধারণ মানুষ প্রতিটি ক্ষেত্রেই ভুগছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাম্প্রতিক মার্কিন সফরে তাঁর সম্বর্ধনায় আয়োজিত ‘হাউডি মোদি’ অনুষ্ঠানের প্রসঙ্গ টেনেও তাঁকে কাঠগড়ায় তোলেন প্রিয়ঙ্কা। আমেরিকা সেদেশে কাজ করতে চাওয়া ভারতীয়দের এইচওয়ানবি ভিসা কমিয়ে দিয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
भाजपा सरकार से ये सवाल तो सबको पूछना चाहिए कि उसके कार्यकाल में किसकी भलाई हो रही है।
प्रधानमंत्री जी ने अमेरिका जाकर अपनी ‘हाउडी मोदी’ तो कर आए लेकिन अमेरिका ने वहाँ काम करने की इच्छा रखने वाले भारतीय लोगों के एच-1बी वीजा ख़ारिज करने में बढ़ोत्तरी कर दी। pic.twitter.com/NpI4FSrjPO
— Priyanka Gandhi Vadra (@priyankagandhi) November 7, 2019
প্রিয়ঙ্কা ট্যুইট করেন, যে প্রশ্নটা দেশের প্রত্যেকের ওদের করা উচিত, সেটা হল, ওদের আমলে কারা উপকৃত হয়েছেন। প্রধানমন্ত্রী আমেরিকায় গেলেন, ‘হাউডি মোদি’ অনুষ্ঠানে যোগ দিলেন, কিন্তু আমেরিকায় ওদেশে কাজের জন্য যেতে ইচ্ছুক ভারতীয়দের জন্য এইচওয়ানবি ভিসার সংখ্যা ছেঁটে দিল।
ট্রাম্প প্রশাসনের পশ্চাত্পদ অভিবাসন নীতির ফলে ব্যাপক সংখ্যক ভারতীয়র এইচওয়ানবি ভিসার আবেদন বাতিল হওয়ার পরিপ্রেক্ষিতেই ট্যুইটে ক্ষোভ জানালেন প্রিয়ঙ্কা। কয়েকটি রিপোর্টের দাবি, আমেরিকা ভারতীয়দের এইচওয়ানবি ভিসার আবেদন খারিজের হার বাড়িয়েছে।
উচ্চ স্কিল বা দক্ষতাসম্পন্ন ভারতীয় পেশাদারদের মধ্যে ওয়ার্ক ভিসার পর সবচেয়ে বেশি কদর এইচওয়ানবি ভিসার। এটা অ-অভিবাসী ভিসা যাতে মার্কিন কোম্পানিগুলিকে বিশেষ কিছু পেশায়, যেখানে তত্ত্বগত বা প্রযুক্তিগত দক্ষতার প্রয়োজন হয়, বিদেশি কর্মীদের নিয়োগ করতে দেওয়া হয়।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
খবর
জেলার
Advertisement