বিবাহ বিচ্ছেদের মামলা: আপোসে মীমাংসা করতে চান মেয়র-পত্নী, দু’জনকে কাশ্মীরে পাঠানো হোক, সওয়াল আইনজীবীর
কলকাতা: মেয়রের সঙ্গে বিবাহ বিচ্ছেদের মামলা আপোসে মীমাংসা করতে চান রত্না চট্টোপাধ্যায়। প্রয়োজনে আদালতের খরচে দু’জনকে কাশ্মীরে পাঠানো হোক। আলিপুর জজ কোর্টে সওয়াল মেয়র-পত্নীর আইনজীবী। সম্প্রতি, ভাঙা সম্পর্ক জোড়া লাগাতে সিউড়ির এক দম্পতিকে তিন রাত একসঙ্গে হোটেলে কাটানোর পরামর্শ দিয়েছিলেন বিচারক। হোটেলের ভাড়াও মিটিয়েছিলেন তিনি। এবার অনেকটা সেই পথেই কলকাতার মেয়রের বিচ্ছেদের মামলা আপোশে মীমাংসার আবেদন জানালেন রত্না চট্টোপাধ্যায়ের আইনজীবী। মঙ্গলবার আলিপুর জজ কোর্টে মামলার শুনানির সময় রত্না চট্টোপাধ্যায়ের আইনজীবী বলেন, আমরা এখনও আপোশে সবকিছু মিটিয়ে নিতে চাই। আদালত সেই সুযোগ দিক। প্রয়োজনে আদালতের খরচে দু’জনকে কাশ্মীরে পাঠানো হোক। সেখানে গিয়ে স্মৃতি রোমন্থন করে যদি পরিস্থিতি ঠিক হয়। পাশাপাশি মেয়র-পত্নীর আইনজীবী এদিন আদালতে দাবি করেন, গোলপার্কের ফ্ল্যাট নিয়ে শোভন চট্টোপাধ্যায় যে অভিযোগ করছেন, তা ভিত্তিহীন। রত্না চট্টোপাধ্যায় দুষ্কৃতীদের দিয়ে গোলপার্কের ফ্ল্যাট দখলের চেষ্টা করেননি। গোলপার্কের ফ্ল্যাটটি রত্না চট্টোপাধ্যায়ের ভাইয়ের। কোন অধিকারে সেখানে শোভন চট্টোপাধ্যায় রয়েছেন? সেই প্রশ্নও তোলেন রত্না চট্টোপাধ্যায়ের আইনজীবী। বুধবার সকাল সাড়ে দশটায় মামলার পরবর্তী শুনানি। মেয়র-পত্নীর আইনজীবীর সওয়ালের জবাব দেবেন মেয়রের আইনজীবী।