Independence Day 2022: হাজার-হাজার ক্যামেরার অতন্দ্র নজর, স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে সাজছে লালকেল্লা
Red Fort Alert: স্বাধীনতার ৭৫ বছর। প্রথা মেনে সাজছে লালকেল্লা। কিন্তু শুধু বাইরের সাজসজ্জায় নজর রাখলে হবে? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বক্তৃতা দেবেন সেদিন। তাই বহুস্তরীয় নিরাপত্তায় মুড়ে ফেলা হচ্ছে কেল্লাকে।
নয়াদিল্লি: স্বাধীনতার (Independence Day) ৭৫ বছর। প্রথা মেনে সাজছে লালকেল্লা (Red Fort) । কিন্তু শুধু বাইরের সাজসজ্জায় নজর রাখলে হবে? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বক্তৃতা দেবেন সেদিন। সেই জন্য বহুস্তরীয় (Multilayered) নিরাপত্তায় (Security) মুড়ে ফেলা হচ্ছে লালকেল্লাকে।
কী প্রস্তুতি?
এবার স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে উপলক্ষ্যে লালকেল্লায় অন্তত ৭ হাজার আমন্ত্রিতের আসার কথা। নিরাপত্তার জন্য তাই সব কটি এন্ট্রি পয়েন্টে ফেশিয়াল রেকগনিশন সিস্টেম বা এফআরএস ক্যামেরা বসানো হয়েছে। এ ছাড়া, সোমবার অন্তত ১০ হাজার পুলিশকর্মী মোতায়েন থাকবেন লালকেল্লা চত্বরে। তবে এতেই শেষ নয়।
বিশেষ ব্যবস্থা...
সোমবার যত ক্ষণ পর্যন্ত কেল্লায় তেরঙ্গা উত্তোলন না হচ্ছে, তত ক্ষণ পর্যন্ত লাগোয়া ৫ কিলোমিটার এলাকা 'নো কাইট ফ্লাইং জোন' বলে চিহ্নিত থাকবে। পাশাপাশি কেল্লা-চত্বর ও স্পর্শকাতর আরও কিছু এলাকায় অন্তত ৪০০ জন 'কাইট ক্যাচার' ও 'ফ্লায়ার' রাখা হবে। সংবাদসংস্থা পিটিআই জানিয়েছে, উড়ন্ত যে কোনও ধরনের বিপদ এড়াতেই এই ব্যবস্থা। এ ছাড়া ডিআরডিও-র তৈরি ড্রোন বিধ্বংসী সিস্টেমও ব্যবহার করা হবে। কাজে লাগানো হবে আরও কিছু সুরক্ষাব্যবস্থাও। এক বর্ষীয়ান পুলিশ আধিকারিক সংবাদসংস্থা পিটিআই-কে জানিয়েছেন, লাঞ্চবক্স, জলের বোতল, রিমোটচালিত গাড়ির চাবি, লাইটার, ব্রিফকেস, হ্যান্ডব্যাগ, ক্যামেরা, বাইনোকুলার, ছাতা এবং এই জাতীয় আরও বেশ কিছু জিনিস লালকেল্লা চত্বরে নিয়ে যেতে দেওয়া হবে না। তবে চলতি বছর যে ভাবে আমন্ত্রিতের সংখ্যা বেড়েছে, সে দিকেও বিশেষ ভাবে নজর রয়েছে নিরাপত্তার দায়িত্বে থাকা আধিকারিকদের। পাশাপাশি যে কোনও অপ্রীতিকর ঘটনা রুখতে কেল্লা-চত্বরে মোতায়েন হাই রেজোলিউশন সিকিউরিটি ক্যামেরার ফুটেজ নিরন্তর খুঁটিয়ে দেখা হচ্ছে। এর মধ্যেই ১৪৪ ধারা জারি হয়েছে দিল্লিতে।
উল্লিখিত...
গত শুক্রবার আনন্দ বিহারের কাছ থেকে ২২০০ লাইভ কার্তুজ উদ্ধার হয়। ওই ঘটনায় ছজনকে গ্রেফতার করেছে পুলিশ। তার পর থেকে আইইডি-র সন্ধানে ব্যাপক তল্লাশি চলছে। সংবাদসংস্থা পিটিআইয়ের দাবি, উত্তর, মধ্য ও নয়াদিল্লির বিভিন্ন জেলায় হাজারখানেক হাই-স্পেশিফিকেশন ক্যামেরা বসানো হবে। কেল্লার দিকে ভিভিআইপিদের রুটেও নজরদারি চালাবে ক্যামেরাগুলি। সব মিলিয়ে সুরক্ষাপ্রস্তুতি তুঙ্গে। এখন স্বাধীনতা দিবসের অনুষ্ঠানের অপেক্ষা। তবে এবার যে ভাবে বহুস্তরীয় নিরাপত্তায় লালকেল্লাকে মুড়ে দেওয়া হচ্ছে তাতে স্পষ্ট, সুরক্ষার দিকে কোনও খামতি রাখতে নারাজ দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা।
আরও পড়ুন:কেমন আছেন রাজু শ্রীবাস্তব? উদ্বেগের খবর হাসপাতাল সূত্রে