HDI Index Ranking: অনিশ্চিত সময়, অস্থির জীবন, আয়ু কমছে নাগরিকদের, মানব উন্নয়নে পিছিয়েই ভারত
United Nations Development Programme: কোনও দেশে মানুষের জীবনের মান কেমন, তা নির্ধারিত হয় সে দেশের শিক্ষা, স্বাস্থ্য ব্যবস্থা এবং মাথাপিছু গড় আয়ের নিরিখে।
নয়াদিল্লি: মানব উন্নয়ন সূচকে ফের পিছোল ভারত। এই নিয়ে পর পর দু’বছর। পৃথিবীরে ১৯১টি দেশের মধ্যে মানব উন্নয়ন সূচকে এই মুহূর্তে ১৩২তম স্থানে রয়েছে ভারত। ২০২০ সালে ১৮৯টি দেশের মধ্যে ১৩১তম স্থানে ছিল দেশ। ২০১৯ সালে ১২৯তম স্থানে ছিল ভারত। রাষ্ট্রপুঞ্জের মানব উন্নয়ন সূচকের (United Nations Development Programme) পরিসংখ্যানে ভারতকে নিয়ে তাই উদ্বেগ বজায় রইলই (HDI Index Ranking)।
মানব উন্নয়ন সূচকে পিছিয়েই ভারত
রাষ্ট্রপুঞ্জের মানব উন্নয়ন পরিকল্পনা বিভাগের রিপোর্ট অনুযায়ী, ২০১৯ সালে সূচকে ভারতে জীবনের মান ছিল ০.৬৪৫। ২০২১ সালে তা কমে হয়েছে ০.৬৩৩। ভারতীয় নাগরিকদের আয়ুকালও কমছে বলে জানানো হয়েছে। ওই রিপোর্টে বলা হয়েছে, ২০১৯ সালে যেখানে গড় আয়ুকাল ছিল ৬৯.৭ বছর। এই মুহূর্তে তা কমে ৬৭.২ বছর হয়েছে।
কোনও দেশে মানুষের জীবনের মান কেমন, তা নির্ধারিত হয় সে দেশের শিক্ষা, স্বাস্থ্য ব্যবস্থা এবং মাথাপিছু গড় আয়ের নিরিখে। তাতে ভারত আরও একধাপ নেমে গেল। ফলে বিভিন্ন দেশের জন্য পাঁচ বছরব্যাপী যে উন্নয়ন পরিকল্পনার কথা ভাবা হয়েছিল, তাতে ভারতের গতি বিপরীতমুখী বলে উঠে এল।
India ranks 132 out of 191 countries in 2021 human development index, according to report released by United Nations Development Programme
— Press Trust of India (@PTI_News) September 8, 2022
পৃথিবীর অন্য় দেশগুলিতেও পরিস্থিতি মোটামুটি একই। গত ৩২ বছরে এই প্রথম গোটা বিশ্বের গিত উন্নয়নের বিপরীতমুখী বলে জানানো হয়েছে ওই রিপোর্টে। অন্য দেশগুলিতেও মানুষের আয়ুকাল কমতে দেখা গিয়েছে। ২০১৯ সালে যেখানে গড় আয়ুকাল ছিল ৭২.৮ বছর, ২০২১ সালে তা কমে ৭১.৪ বছর হয়েছে।
সামগ্রিক উন্নয়নের উপর জোর দেওয়ার কথা বলা হয়েছে
রাষ্ট্রপুঞ্জের ওই রিপোর্টের নাম তাই ‘অনিশ্চিত সময়, অস্থির জীবন: পরিবর্তনসীল দুনিয়ায় ভবিষ্যতের কাঠামো’ রাখা হয়েছে। ওই রিপোর্টে বলা হয়েছে, বর্তমান সময় অত্যন্ত অনিশ্চিত। তাই জীবনেও অস্থিরতা দেখা দিয়েছে। দীর্ঘ আয়ুকাল, সুস্বাস্থ্য এবং শিক্ষার অবাধ অধিকারই সামগ্রিক উন্নয়নের মাপকাঠি বলে উল্লেখ করা হয়েছে ওই রিপোর্টে।