JEE Advanced 2021 Admission Date: জেইই(অ্যাডভান্সড) ২০২১-এর পরীক্ষার দিন ঘোষণা কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর
আইআইটিতে ভর্তির জন্য জেইই(অ্যাডভান্সড) ২০২১-এর পরীক্ষা হবে ৩ অক্টোবর। আজ কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান একথা জানালেন।
নয়া দিল্লি : আইআইটিতে ভর্তির জন্য জেইই(অ্যাডভান্সড) ২০২১-এর পরীক্ষা হবে ৩ অক্টোবর। আজ কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান একথা জানালেন। সমস্ত কোভিড প্রোটোকল মেনেই পরীক্ষা হবে বলে ট্যুইটারে জানান শিক্ষামন্ত্রী।
দেশের ২৩ টি আইআইটি-তে ব্যাচেলর, ইন্টিগ্রেটেড মাস্টার্স ও ডুয়াল ডিগ্রি কোর্সের প্রবেশ পথ জেইই অ্যাডভান্সড। সাতটি আঞ্চলিত সমন্বয়কারী আইআইটি-আইআইটি খড়্গপুর, আইআইটি কানপুর, আইআইটি মাদ্রাস, আইআইটি দিল্লি, আইআইটি বম্বে, আইআইটি গুয়াহাটি ও আইআইটি রুরকি যৌথভাবে আয়োজন করে। ৩ জুলাই জেইই (অ্যাডভান্সড) ২০২১-এর পরীক্ষা হওয়ার কথা ছিল। কিন্তু, কোভিড-১৯ জনিত চলতি অতিমারী পরিস্থিতির বিষয়টি বিবেচনা করে তা স্থগিত রাখা হয়। প্রসঙ্গত, জেইই মেন এক্সামিনেশনে যে আড়ই লক্ষ প্রার্থী যোগ্যতামান অর্জন করেছেন, তাঁরা জেইই অ্যাডভান্সড-এর জন্য আবেদন করতে পারেন। জেইই অ্যাডভান্সড দুটি পেপারের হয়।
আইটিটি-তে ভর্তির প্রাথমিক যোগ্যতামান হল পদার্থবিদ্যা, রসায়ন, অঙ্ক ও একটি ভাষা ও অন্য কোনও বিষয় নিয়ে দ্বাদশ শ্রেণীর পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। কোভিড-১৯ অতিমারীর পরিপ্রেক্ষিতে এ বছর ৭৫ শতাংশ যোগ্যতার মাপকাঠি সরানো হয়েছে।
এদিকে ভারী বৃষ্টি ও ভূমি ধসের কারণে মহারাষ্ট্র রিজিয়নের যেসব ছাত্রছাত্রী জেইই(মেন) সেসন ৩ দিতে পারেননি, তাঁদের অন্য সুযোগ দেওয়া হবে। মূলত কোলহাপুর, পালঘর, রত্নাগিরি, রায়গড়, সিন্ধুদুর্গ, সাঙ্গলি ও সাতারার ছাত্র-ছাত্রীরা যাঁরা ২৫ ও ২৭ জুলাই পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে পারছেন না, তাঁদের আরও একবার সুযোগ দেওয়া হবে।
উল্লেখ্য, গত ১৭ জুলাই রাজ্যে কোভিড বিধি মেনে হয় জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা (West Bengal Joint Entrance Examinations )। করোনাকালে প্রথম পরীক্ষাকেন্দ্রে হাজির থেকে পরীক্ষা দেন ৯২ হাজারের বেশি পরীক্ষার্থী। রেল ও মেট্রোর স্টাফ স্পেশালে তাঁদের যাতায়াতের জন্য দেওয়া হয় বিশেষ ছাড়। পর্যাপ্ত বাস পরিষেবার ব্যবস্থা করা হয়। জয়েন্ট পরীক্ষার্থীদের (JEE) জন্য বিশেষ সুবিধা হিসেবে অ্যাডমিট দেখালে স্টাফ স্পেশালে ছাড়পত্র দেওয়া হয়। মোট পরীক্ষাকেন্দ্র ছিল ২৭৪টি।