Earthquake in Bangkok: 'তাসের ঘরের' মতো ভাঙল নির্মীয়মাণ বহুতল, আতঙ্কে দৌড় ব্যাংককে; বহুতল থেকে আছড়ে পড়ল পুলের জল
Kolkata Tremors: সংবাদ সংস্থা পিটিআই সূত্রের খবর. মৃদু কম্পন অনুভূত হয়েছে কলকাতা এবং মণিপুরের কিছু অংশে।

নয়াদিল্লি : দেখলে গা শিউরে উঠবে। আতঙ্কের শেষ থাকবে না। ঠিক এমনই অবস্থা হল মায়ানমারে, থাইল্যান্ডে। তীব্র ভূমিকম্পে তাসের ঘরের মতো ভেঙে পড়ল বহুতল। আকাশচুম্বী ভবন থেকে ঝর্ণার বেগে মাটিতে আছড়ে পড়ল পুলের জল। আতঙ্কে রাস্তায় ছোটাছুটি শুরু করে দিলেন সাধারণ মানুষ। রিখটার স্কেলে মাত্রা ছিল ৭.৭। তাতে কার্যত কেঁপে উঠল মধ্য মায়ানমার। যে কম্পন অনুভূল হল উত্তর ব্যাঙ্কক এবং দক্ষিণ-পশ্চিম চিনেও। ব্যাংককে বহুতল ভেঙে তীব্র আতঙ্ক ছড়াল।
শুক্রবার দুপুর ১২.৫০ মিনিটে মায়ানমারের সাগাইং শহর থেকে ১৮ কিলোমিটার দূরে ভূমিকম্পটি আঘাত হানে। অন্ততপক্ষে ২০ জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। আরও প্রাণহানির আশঙ্কা রয়েছে। নিউজ এজেন্সি এএফপি সূত্রের খবর, যেখানে হাজার শয্যার একটি হাসপাতাল "গণমৃত্যু এলাকা" হয়ে উঠেছে। সংবাদ সংস্থা পিটিআই সূত্রের খবর. মৃদু কম্পন অনুভূত হয়েছে কলকাতা এবং মণিপুরের কিছু অংশে। বাংলাদেশের ঢাকা ও চট্টগ্রামেও অনুভূত হয়েছে কম্পন। এই পরিস্থিতিতে সাহায্যের হাত বাড়াতে চেয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
এদিকে মায়ানমারে ভূমিকম্পের কিছুক্ষণের মধ্যেই সোশাল মিডিয়া এক্স হ্যান্ডেলে বিভিন্ন ছবি ও ভিডিও দেখা যায়। ব্যাঙ্ককে ভূমিকম্পের তীব্রতার ছবি দেখে রীতিমতো আতঙ্কিত হয়ে উঠেছেন নেটিজেনদের অনেকেই। পরিস্থিতির দিকে নজর রেখে ইমার্জেন্সি ঘোষণা করা হয়েছে মায়ানমারে।
একটি ভিডিওয় দেখা গেছে, থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে একটি নির্মীয়মাণ বহুতল সম্পূর্ণভাবে তাসের ঘরের মতো ভেঙে পড়ল। সেই ঘটনায় ৪৩ জনের হদিশ মিলছে না। অপর একটি ভিডিওয় দেখা গেছে, একটি আকাশচুম্বী ভবনের ইনফিনিটি পুলের জল আক্ষরিক অর্থেই উপর থেকে আছড়ে পড়ছে।
তৃতীয় একটি ভিডিওয় ব্যাংককের অ্যাথেনি হোটেলের একটি কনফারেন্স রুমের ছাদে ঝাড়বাতি উড়তে দেখা গেছে।
এই পরিস্থিতিতে ভূমিকম্প সম্পর্কিত যাবতীয় সতর্কতা নেওয়ার নির্দেশ দিয়েছেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী। ভূমিকম্প অনুভূত হয়েছে মায়ানমার, ভারত, বাংলাদেশ ও চিনে। কলকাতা ছাড়াও কেঁপে উঠল একাধিক জেলা।
মায়ানমারে ভূমিকম্প তুলনামূলকভাবে সাধারণ বিষয়, যেখানে ১৯৩০ থেকে ১৯৫৬ সালের মধ্যে সাগাইং ফল্টের কাছে ৭.০ মাত্রার বা তার বেশি ছয়টি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। ২০১৬ সালে মধ্য মায়ানমারের প্রাচীন রাজধানী বাগানে ৬.৮ মাত্রার এক শক্তিশালী ভূমিকম্পে তিনজন নিহত হয়েছিলেন। পর্যটন কেন্দ্রটিতে মন্দিরের চূড়া ভেঙে পড়ে এবং মন্দিরের দেওয়াল ভেঙে পড়ে।
এদিকে দরিদ্র এই দেশটির চিকিৎসা ব্যবস্থা খুবই দুর্বল, বিশেষ করে গ্রামীণ রাজ্যগুলিতে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
